জাফলং বন বিভাগের ভূমি বেদখল! তৈরি হচ্ছে ডাম্পিং ইয়ার্ড ॥ বসানো হবে ক্রাশার মেশিন

Tuesday, September 9, 2014

আমাদের সিলেট ডটকম:

জাফলং বনভিট অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তাদের দূর্নীতির কারনে প্রতিদিনই বেদখল হয়ে যাচ্ছে বন বিভাগের ভূমি। কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও মোহাজের নামে পরিচিত একটি চক্র দিনের পর দিন বন বিভাগের জায়গা দখল করে তৈরী করছেন কয়লা ও পাথর রাখার ডাম্পিং ইয়ার্ড। পাশাপাশি স্থাপন করছেন পাথর ভাঙ্গার মিনি ষ্টোন ক্রাশার মেশিন। ফলে ক্রমশই হারিয়ে যাচ্ছে জাফলং বনভিটের চিরায়িত সবুজ প্রকৃতির সমারোহ।

এক সময় শুধু বনবিভাগের রোপয়িত গাছপালা উজার করে সেখানে স’াপন করা হতো কয়লা ও পাথর রাখার জন্য ডাম্পিং ইয়ার্ড। কিন্তু বর্তমানে ডাম্পিং স্থাপনের পাশাপাশি বনবিভাগের জায়গা দখল করে সমানতালে চলছে ক্রাশার মেশিন স্থাপনের প্রতিযোগিতা। সরজমিন পরিদর্শনকালে দেখা যায় খোদ জাফলং গ্রীণপার্ক এলাকার কয়েকশ গজের মধ্যেই বন কর্মকর্তা ও কর্মচারীদের নাকের ডগায় বনবিভাগের রোপায়িত বৃক্ষ নিধন করে তৈরী করা হয়েছে শতাধিক ডাম্পিং ইয়ার্ড।

জাফলংয়ের বনায়ন রক্ষার চেয়ে যেন ধ্বংশ করাই তাদের কাজ। জেলা বন কর্মকর্তা সূত্রে জানা যায় জাফলং বন বিটের আওতায় ৭ হাজার ৬শত ৫৫ একর ভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ জায়গা চলে গেছে ভূমি খেকোদের দখলে।

আপনারা টাকার বিনিময়ে বনবিভাগের জায়গায় কয়লা ও পাথর রাখার জন্য ডাম্পিং ইয়ার্ড এবং ক্রাশার মেশিন স্থাপনের সুযোগ করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে জাফলং বনভিট কর্মকর্তা আব্দুল খালেক এ প্রতিবেদককে বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে বন বিভাগের জায়গায় ডাম্পিং বা ক্রাশার মেশিন স্থাপন করার অনুমতি দেইনি। তিনি আরও বলেন বনবিভাগের জায়গা উদ্ধারের জন্য অচিরেই পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License