আমাদের সিলেট ডটকম:
সিলেটের ওসমানীগর থানাপুলিশ কর্তৃক ট্রাক শ্রমিকের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলার তাজপুরে শুক্রবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী ও ট্রাক-শ্রমিক সংগঠন।
ওসমানীনগরের ট্রাক শ্রমিকগণের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পুলিশ ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করে এবং চাঁদা না দেয়ায় চালককে মারধের করে পুলিশ। যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। ওসমানীনগর ট্রাক -মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফি মিয়া জানান, ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন গাড়ির চালকদের কাছ গাড়ি থামিয়ে তাদের থেকে জোর পূর্বক অবৈধভাবে চাঁদাবাজি করে।শুক্রবার দুপুরেও তাজপুর এলাকায় ঢাকা মেট্রো -ট-১৬-১৩৫৭ নম্বর ট্রাক থামিয়ে চাঁদা দাবি করায় সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করা হয়েছে।
তবে এ ব্যাপারে ওসমানীনগর থানাপুলিশ বলছে, ওসমানী নগর থানাপুলিশ একটি ট্রাককে থামানোর চেষ্টা করলে ট্রাকের ড্রাইভার তাতে ভ্রূক্ষেপ না করে গতি বাড়িয়ে দেয়। আর এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। পুলিশ আরও জানায়, ভুল বুঝাবুঝির কারণে সামান্য সমস্যা হয়েছিল। এ ব্যাপারে শ্রমিকদের সাথে আলোচনায় বসে সমাধান করা হবে।
পুলিশের চাঁদাবাজির অভিযোগ ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ
Friday, September 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment