‘জয় পাকিস্তান’ বললেও অন্যায় করেননি বঙ্গবন্ধু: মান্না

Friday, September 12, 2014

আমাদের সিলেট ডটকম : বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে জয় পাকিস্তান বললেও কোন অন্যায় করেননি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সমপ্রতি ‘১৯৭১: ভেতরে বাইরে’ প্রকাশের পর থেকে সমালোচনার মধ্যে রয়েছেন বীরউত্তম খেতাবধারী লেখক এ কে খন্দকার, যিনি গত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন।

বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান তার বইতে লিখেছেন, ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ শেষ হয়েছিল ‘জয় পাকিস্তান’ বলার মাধ্যমে।

খন্দকারের বই প্রকাশের পর এনিয়ে সংসদে তীব্র সমালোচনার পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার দাবিও উঠেছে।

জাসদের এক সময়ের নেতা ও ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললে অন্যায় করেননি। ওই সময় তিনি ভুট্টো-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেননি? আর কথা বললেই বা ক্ষতি কি। এখন একে খন্দকার স্বাধীনতাবিরোধী হয়ে গেল? উনি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন এটা জেনেও আপনারা (আওয়ামী লীগ) তাকে মন্ত্রী করলেন কেন?

জরুরি অবস্থার সময় ‘সংস্কারপনি’’ হিসেবে পরিচিতি পাওয়ার পর আওয়ামী লীগের পদ হারানো মান্না আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, তাজুদ্দিনের (তাজউদ্দিন আহমেদ) বিরুদ্ধে কথা বলছেন, কাদের সিদ্দিকী নব্য রাজাকার হয়ে গেছেন- তাহলে রইলোটা কি?

গত রমজানে খালেদা জিয়ার ইফতারে যোগ দেয়া মান্না বলেন, ঢাকার কোথায় দাঁড়িয়ে এই সরকার কি কি করেছে তার বিবরণ আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে দেব। কোন মন্ত্রী কি করেছেন তাও বলব। আমি চাই সরকার এর জবাব দেবে।

বিগত ৫ জানুয়ারির নির্বাচন, জাতীয় সমপ্রচার নীতিমালা এবং সামপ্রতিক ট্রেন দুর্ঘটনা নিয়ে কঠোর সমালোচনা করেন মান্না।

তিনি বলেন, অনেকে আমাকে বলেন ২৬ বছর আওয়ামী লীগ করে এখন সরকারের বিরুদ্ধে কথা বলছি। এখন তো ক্ষমতায় বিএনপি নেই। আমি তো বলি বিএনপিও দুর্নীতির মধ্যে ছিল। এই দুই দলের কাছে কেউই নিরাপদ নয়।

আরএসএনবিডি টোয়েন্টিফোর ডটকম নামের একটি অনলাইন সংবাদপত্রে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন মান্না।

রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ অফিসের সম্মেলন কক্ষে ‘গণতন্ত্র-গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আরএসএনবিডি টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্তপনা সম্পাদক আহমেদুল বারী বাবুল সভায় বক্তব্য রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License