আমাদের সিলেট ডটকম:
সপ্তাহ পেরোয়নি। এরই মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শাহরীয়ার আলম সামাদ তার দল-বল নিয়ে ৰমতা আর পেশীশক্তির প্রদর্শনী শুরু করে দিয়েছেন। আধিপত্য বিস্তার এবং সদ্য ঘোষিত কমিটি নিয়ে চাঁপা ৰোভের বহিঃপ্রকাশ হিসেবে সামাদ গ্রুপের সাথে জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সহ সম্পাদক ফরহাদ হোসেন খান গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। এতে ফরহাদ হোসেন খানসহ ৫ জন আহত হয়েছেন। নতুন কমিটির সভাপতির নেতৃত্বে ও তালতলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যৰদর্শীরা। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সামাদ গ্রুপ কাজিরবাজার মাদরাসার সামনে ও ফরহাদ গ্রুপ নন্দিতা সিনেমা হলের সামনে অবস্থান করছে। সংঘর্ষ ঠেকাতে দুই গ্রুপের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে নেতৃত্ব নিয়ে তালতলা গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খানের কাছ থেকে তালতলা এলাকার আধিপত্য নিতে নবনির্বাচিত সভাপতি শাহরীয়ার আলম সামাদ গ্রুপের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর জের ধরে শনিবার রাতে সামাদের নেতৃত্বে ফরহাদ হোসেন খান গ্রুপের উপর হামলা চালানো হয়। এতে ফরহাদ হোসেন খানসহ ৪ জন আহত হন।
এ ব্যাপারে শাহরীয়ার আলম সামাদ সাংবাদিকদের জানান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান পদ-পদবী দেয়ার কথা বলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর কাছ থেকে টাকা নেন।কিন্তু তিনি ছাত্রলীগের সভাপতি হতে না পারায় ওইসব নেতাকর্মী তাদের টাকা ফেরত চায়। কিন’ ফরহাদ তাদের টাকা ফেরত দেননি। এর জের ধরে পাওনাদাররা তার উপর হামলা করেছে। হামলার সাথে নিজের গ্রুপের কেউ জড়িত নন বলে দাবি করেন সামাদ।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানাপুলিশ জানায়, কমিটির নেতৃত্ব নিয়ে তালতলায় ছাত্রলীগের দুই-গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তালতলায় অবস্থান করছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর প্রায় বছর পর সিলেট জেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। আর এতে গুরুত্বপূর্ণ পদে বাদ পড়াদের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
ক্ষমতা পেয়েই পেশীশক্তির প্রদর্শনী! নগরীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
Saturday, September 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment