আমাদের সিলেট ডটকম:
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও জাফলং ডাউকি নদী থেকে দেদারসে পাথর উত্তোলন চলছে। পাথর উত্তোলনের পেছনে প্রভাবশালী এক মহলের যোগসাজস রয়েছে- এ মর্মে জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে এক আবেদনে এ অভিযোগ করা হয়।
এলাকাবাসী স্বাক্ষরিত এ আবেদনে বলা হয়, হাইকোর্ট বোমা মেশিন বন্ধ করার রায় পাবার পর সমপ্রতি টাস্কফোর্স একটি অভিযান চালায়।কিন্তু অভিযানের খবর বোমা মেশিন মালিকরা আগেই জেনে যাওয়ায় তা সরিয়ে ফেলে। পরদিন থেকে পুণরায় বোমা মেশিন দ্বারা পরিবেশের উপর নির্দয় হামলা শুরু হয়। আবেদনপত্রে আরও অভিযোগ করা হয়, সংসস্লিষ্ট কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে এই বোমা মেশিন চালনা শুরু করা হয়। আবেদনে অবিলম্বে বোমা মেশিন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
জেলা প্রশাসক বরাবরে অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য ডাউকি নদী থেকে দেদারছে পাথর উত্তোলন
Friday, September 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment