আমাদের সিলেট ডটকম:
প্রায় এক বছর পর সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পুনর্গঠিত হলো। ঘোষণা করা হয়েছে ১০টি উল্লেখযোগ্য পদে নির্বাচিতদের নাম। সোমবার কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত একটি ঘোষণাপত্রের দ্বারা এ কমিটির পদস্থদের নাম উল্লেখ করা হয়। নবনির্বাচিত এ কমিটির সভাপতি তেলিহাওর গ্রুপের নেতা শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক টিলাগড় আজাদ গ্রুপের মো. রায়হান চৌধুরী।
কমিটির অন্য পদবীপ্রাপ্তরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, রাশিদুল ইসলাম রাশেদ, মো. আলী হোসেন ও হোসেন আহমদ চৌধুরী। যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সঞ্জয় কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু ও মুহিবুর রহমান।
জানা গেছে, ঢাকা থেকে কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এই কমিটি ঘোষণা করেন। রোববার সিলেট জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ঢাকায় ফিরে গিয়ে সোমবার তারা কমিটি ঘোষণা করেন। কমিটির ১০টি পদে সোমবার নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
এছাড়া সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খাঁনকে সহ-সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
এদিকে,উল্লেখিত এ ১০টি পদে অনির্বাচিত প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে। এ নিয়ে সংঘাত-সংঘর্ষেরও আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে প্রায় ১ বছর পর এবার সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হলো।স্থগিত হওয়ার প্রায় ১ বছর পর পূর্নাঙ্গরূপে পুনর্গঠিত হচ্ছে জেলা ছাত্রলীগ কমিটি। এ উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোববার সিলেটে আসেন। রোববারই তারা সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত না হলেও বিভিন্ন পদে প্রার্থীদের সিভি সংগ্রহ ও সাৰাৎকার গ্রহণ করেন। এর আগে সর্বশেষ বিগত বছরের ১৫ সেপ্টেম্বর হিরণ মাহমুদ নিপু ও ফরহাদ হোসেন খান নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হয়ে পড়েন অভিভাবকহীন।
১০ পদ সংবলিত সিলেট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ॥ বাদ পড়াদের ক্ষোভ ও অসন্তোষ
Monday, September 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment