রিপোর্টার (আন্তর্জাতিক ডেস্ক),আমাদের সিলেট ডটকমঃ
বুধবার মিডল ইস্টার্ণ খ্রীস্টানদের একটি সম্মেলনে মার্কিন প্রজাতান্ত্রিক সাংসদ(ইউ এস রিপাবলিক্যান সিনেটর)এবং সক্রিয় ইজরায়েল-সমর্থক টেড ক্রুজকে “খ্রীস্টানদের ইজরায়েলের চেয়ে বড় মিত্র আর কেউ নেই” এই কথা বলার পরে জনতা টিটকিরি দিয়ে মঞ্চ থেকে তাড়িয়ে দেয়৷ ওয়াশিংটন ডি.সি-তে খ্রীস্টানদের প্রতিরক্ষার জন্য সম্প্রতি-প্রতিষ্ঠিত একটি অ-লাভজনক সোল্ড-আউট ডিনার উত্সবে ক্রুজ বলেন,”আজ রাতে, আমরা সকলে খ্রীস্টানদের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি৷ আজ রাতে, আমরা সকলে ইহুদিদের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি৷ আজ রাতে, আমরা সকলে ধর্মীয় বিশ্বাসের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি, যারা তাদের ধর্মীয় শিক্ষাকে অগ্রাহ্য করে নির্যাতন এবং হত্যা করে তাদের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি”৷
“ধর্মীয় গোঁড়ামির প্রকাশ ক্যান্সারের মতো,” তিনি আরও উল্লেখ করেন,“আই এস আই এস, আল-কায়দা,হিজবোল্লাহ,হামাস প্রভৃতি দলগুলি সিরিয়া এবং ইরানের মতো রাষ্ট্রগুলি ব্যয়বহনকারী, সমস্ত মিডল ইস্টের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের ধ্বংস করতে একটি ভয়ঙ্কর গণহত্যার অভিযানে এদের নিযুক্ত করা হয়েছে৷”
তবে যে মুহুর্তে টেড ক্রুজ বলেছেন “খ্রীস্টানদের ইজরায়েলের চেয়ে বড় মিত্র আর কেউ নেই,” জনতা চিত্কার করে তাকে “থামতে” বলে এবং টিটকিরি দিতে শুরু করে৷
এরপর মঞ্চ থেকে রেগে বেরিয়ে যাবার আগে, তিনি বলেন,”ইজরায়েলকে ঘৃণা করা হল আমেরিকাকেও ঘৃণা করা৷ যারা ইহুদীদের ঘৃণা করে তার অর্থ খ্রীস্টানকে ঘৃণা করা৷” আর “ইজরায়েল এবং ইহুদীদের ঘৃণা করা হল খ্রীস্টের শিক্ষার বিরুদ্ধে যাওয়া৷”
টেড ক্রুজ তার বক্তব্য শেষ করেন এই বলে, “আপনারা যদি ইজরায়েল এবং ইহুদীদের পাশে না থাকেন, আমিও আপনাদের সাহায্য করবো না৷”
ইজরায়েল-সমর্থক মার্কিন সাংসদকে মিডল ইস্টার্ণ খ্রীস্টান ডিনারে জনতা মঞ্চ থেকে টিটকিরি দিয়ে তাড়িয়ে দিল
Saturday, September 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment