ইজরায়েল-সমর্থক মার্কিন সাংসদকে মিডল ইস্টার্ণ খ্রীস্টান ডিনারে জনতা মঞ্চ থেকে টিটকিরি দিয়ে তাড়িয়ে দিল

Saturday, September 13, 2014

রিপোর্টার (আন্তর্জাতিক ডেস্ক),আমাদের সিলেট ডটকমঃ

বুধবার মিডল ইস্টার্ণ খ্রীস্টানদের একটি সম্মেলনে মার্কিন প্রজাতান্ত্রিক সাংসদ(ইউ এস রিপাবলিক্যান সিনেটর)এবং সক্রিয় ইজরায়েল-সমর্থক টেড ক্রুজকে “খ্রীস্টানদের ইজরায়েলের চেয়ে বড় মিত্র আর কেউ নেই” এই কথা বলার পরে জনতা টিটকিরি দিয়ে মঞ্চ থেকে তাড়িয়ে দেয়৷ ওয়াশিংটন ডি.সি-তে খ্রীস্টানদের প্রতিরক্ষার জন্য সম্প্রতি-প্রতিষ্ঠিত একটি অ-লাভজনক সোল্ড-আউট ডিনার উত্সবে ক্রুজ বলেন,”আজ রাতে, আমরা সকলে খ্রীস্টানদের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি৷ আজ রাতে, আমরা সকলে ইহুদিদের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি৷ আজ রাতে, আমরা সকলে ধর্মীয় বিশ্বাসের প্রতিরক্ষায় একত্রিত হয়েছি, যারা তাদের ধর্মীয় শিক্ষাকে অগ্রাহ্য করে নির্যাতন এবং হত্যা করে তাদের বিরুদ্ধে আমরা একজোট হয়েছি”৷

“ধর্মীয় গোঁড়ামির প্রকাশ ক্যান্সারের মতো,” তিনি আরও উল্লেখ করেন,“আই এস আই এস, আল-কায়দা,হিজবোল্লাহ,হামাস প্রভৃতি দলগুলি সিরিয়া এবং ইরানের মতো রাষ্ট্রগুলি ব্যয়বহনকারী, সমস্ত মিডল ইস্টের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের ধ্বংস করতে একটি ভয়ঙ্কর গণহত্যার অভিযানে এদের নিযুক্ত করা হয়েছে৷”

তবে যে মুহুর্তে টেড ক্রুজ বলেছেন “খ্রীস্টানদের ইজরায়েলের চেয়ে বড় মিত্র আর কেউ নেই,” জনতা চিত্কার করে তাকে “থামতে” বলে এবং টিটকিরি দিতে শুরু করে৷

এরপর মঞ্চ থেকে রেগে বেরিয়ে যাবার আগে, তিনি বলেন,”ইজরায়েলকে ঘৃণা করা হল আমেরিকাকেও ঘৃণা করা৷ যারা ইহুদীদের ঘৃণা করে তার অর্থ খ্রীস্টানকে ঘৃণা করা৷” আর “ইজরায়েল এবং ইহুদীদের ঘৃণা করা হল খ্রীস্টের শিক্ষার বিরুদ্ধে যাওয়া৷”

টেড ক্রুজ তার বক্তব্য শেষ করেন এই বলে, “আপনারা যদি ইজরায়েল এবং ইহুদীদের পাশে না থাকেন, আমিও আপনাদের সাহায্য করবো না৷”





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License