আমাদের সিলেট ডটকম:
সিলেটের দৰিণসুরমা উপজেলার তেতলী ইউনিয়নের লৰীপুর মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের জনৈক শিৰকের বির্বদ্ধে নানা অপকর্মের অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চিরস্থায়ী দায়িত্ব পালনকারী সভাপতি আব্দুল আহাদের আশ্রয়-প্রশ্রয়ে প্রধান শিৰকসহ বেশ কয়েকজন শিৰক নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। উচ্চবিদ্যালয় হওয়ার কারণে এলাকার বিপুল সংখ্যক ছাত্রী অত্র বিদ্যালয়ে অধ্যয়ন করলেও লেখাপড়ার পাশাপাশি শিৰার্থীদের নানাবিধ অসুবিধার প্রতি কর্তৃপৰ নির্বিকার। বরং ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিৰক নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এ সুযোগে অন্য শিৰকরাও নানা রকমের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। দীর্ঘদিন থেকে এ অবস্থা অব্যাহত রয়েছে। সম্প্রতি নবম শ্রেণীর একটি ছাত্রীর সাথে ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল আহমদের শ্যালক এবং উক্ত বিদ্যালয়ের সহকারী শিৰক মোঃ আফাজ উদ্দিন দৈহিক সম্পর্কে গড়ে তুলে তার শিৰাজীবন বিনষ্ট করেছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসীর চাপের মুখে দোষী শিৰক নাটকীয়ভাবে মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হন। কিন’ এলাকাবাসী ওই গরীব মেয়েটির ভবিষ্যত জীবন নিয়ে শংকিত।
এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত বিদ্যালয়ের অভ্যন্তরে নানারকমের অপকর্মের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। কিন্তু এসব বিষয়কে উপেৰা করে ম্যানেজিং কমিটির সভাপতি ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো এলাকাবাসীকে ধোঁকা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। যা এলাকাবাসীকে আহত ও শঙ্কিত করেছে।
এদিকে, এ সবের প্রতিবাদে এলাকাবাসী ১২ সেপ্টেম্বর শুক্রবার তেতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাবেশ করেন। এতে উপসি’ত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিৰানুরাগী শামীম আহমদের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী নোমান আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আলাউদ্দিন, ডা. আব্দুস শহীদ, দিলওয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উচ্চশিৰায় পিছিয়ে পড়া তেতলী ইউনিয়নে শিৰার প্রসারে উক্ত বিদ্যালয়ের অগ্রগতি ও উন্নয়নে এলাকাবাসী প্রতিষ্ঠাকাল থেকেই সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছেন। এলাকাবাসীর এ সহযোগিতা অদ্যাবধি অব্যাহত রয়েছে। বিদ্যালয়ের অভ্যন্তরে নানারকমের অপকর্মের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। কিন্তু এসব বিষয়কে উপেৰা করে ম্যানেজিং কমিটির সভাপতি ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো এলাকাবাসীকে ধোঁকা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সকল অনৈতিক কর্মকান্ড দূরে সুষ্টু ও সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনার দাবী জানান। অন্যথায় এলাকাবাসী এর প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
দৰিণ সুরমায় আব্দুল আহাদ উচ্চবিদ্যালয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ
Saturday, September 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment