আমাদের সিলেট ডটকম:
ছাতকে আবারো নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এবার নিখোঁজ হয়েছে জলি রানী কর (২২) নামের এক গৃহবধূ। গত ৮সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সে নিখোঁজ হয়। সে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের নিপু মালাকারের স্ত্রী। এ ঘটনায় ৯সেপ্টেম্বর জলি রানীর ভাই রনজিৎ কর ছাতক থানায় একটি জিডি (নং-৪২৯) করেন।
জানা যায়, ঘটনার দিন স্বামীর বাড়ি থেকে জলি রানী ভাইয়ের বাড়ি ছাতক পৌর শহরের তাতিকোনা গ্রামে যায়। ভাইকে না পেয়ে পুনরায় বাড়ি ফেরার পথে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ছাতকে ৫দিন ধরে গৃহবধূ নিখোঁজ
Friday, September 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment