আমাদের সিলেট ডটকম:
বিএনপি-জামায়াতসহ বিরোধী জোটের মিছিল-সমাবেশে পুলিশি বাধা চোখসওয়া। অবশেষে সিলেটে কৃষকদের মিছিল-সমাবেশেও বাধা দিলো পুলিশ। রোববার বেলা দুই টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের লাক্কতুড়া এলাকায় পুলিশি বাধায় মিছিল-সমাবেশ করতে পারেনি কৃষক সংগ্রাম পরিষদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবিতে সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগান থেকে মিছিল বের করে নগরীতে আসার চেষ্ঠা করে এনডিএফ’র শাখা সংগঠন কৃষক সংগ্রাম পরিষদ। ঘটনাস’ল লাক্কাতুড়া এলাকায় পৌঁছামাত্র পুলিশ তাদের বাধা দেয়।
উলেৱখ্য, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাকি এনডিএফ নিয়ন্ত্রিত কৃষক শ্রমিক সংঘ ও চা শ্রমিক ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলে আসছে। এ নিয়ে সংঘষের্র প্রাণ হানির ঘটনাও ঘটে। রোববার এরই ধারাবাহিতায় চা শ্রমিকদের একাংশকে নিয়ে মিছিল বের করে এনডিএফ’র অংগসংগঠন কৃষক সংগ্রাম পরিষদ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কৃষকদের মিছিল-সমাবেশেও পুলিশের বাধা!
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment