শাহজালাল মাজারে ওরস শুরু ১৫ সেপ্টেম্বর নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাসহ সকল প্রস্তুতি

Saturday, September 13, 2014

আমাদের সিলেট ডটকম:

প্রায় ৭ শ বছরের ঐতিহ্য লালন করা হযরত শাহজালাল (র.) মাজারের ৬৯৫তম বার্ষিক ওরস আগামী ১৯ ও ২০ জিলক্বদ মোতাবেক ১৫ ও ১৬ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ। ওরসকে সামনে রেখে এরই মধ্যে দেশ-বিদেশ থেকে ভক্ত-আশেকানরা সিলেটে আসতে শুরু করেছেন। বিভিন্ন আবাসিক হোটেলে বুকিং প্রায় শেষ। এছাড়াও ওরসে আগতদের স্বাগত জানাতে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে তোরণ তৈরি করা হয়েছে।

ওরস পালনের কর্মসূচির মধ্যে ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে পশু জবাই, ১৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, রাতে শব্বিনা খতম, কোরান খানি ও রাত দুইটা পর্যন্ত জিকির আজকার। এরপর ভক্তিমূলক গজল, রাত তিনটায় আখেরি মোনাজাত শেষে ১৬ সেপ্টেম্বর ভোরে শিরনি বিতরণ করা হবে।

এদিকে, বিভিন্ন পর্যটন এলাকায়ও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরস শেষে আগতরা যেন পর্যটন নগরী সিলেটের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন, এ কারণে পর্যটন এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মাজারের নিরাপত্তায় সাড়ে সাত শতাধিক পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মাজার কর্তৃপক্ষের ১৬টি সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে আরো ৫/৬টি ক্যামেরা স্থাপন করা হবে। ওরস চালাকালে গাড়ি পার্কিংয়ের জন্য আলিয়া মাদ্রাসা মাঠ নির্ধারণ করা হয়েছে।

মাজার কমিটি সূত্রে জানা গেছে, ওরসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও আলাদাভাবে আরো ৫/৬টি সিসি ক্যামেরা বসানো হবে। থাকবে মাজার কর্তৃপক্ষের আড়াই হাজার নিরাপত্তা কর্মী। সেই সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য থাকবে একটি মেডিকেল টিম। পাশাপাশি দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগের দুটি টিম সার্বক্ষণিক উপসি’ত থাকবে। মাজারের ওরস নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু পরিচালিত হবে।

এসএমপি সূত্রে জানা গেছে, ওরস চলাকালীন মাজার এলাকায় পুলিশের পাশাপাশি সক্রিয় থাকবে র‌্যাব ও গোয়েন্দা সংস’ার সদস্যরা। মাজার এলাকার নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক গত ৮ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ প্রশাসন ছাড়াও স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও মাজার কমিটির প্রতিনিধিরা উপসি’ত ছিলেন। সভায় মাজার এলাকার নিরাপত্তা ব্যবস’া নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License