জগন্নাথপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে রানীগঞ্জ বাজার

Sunday, September 7, 2014

আমাদের সিলেট ডটকম:

হঠাৎ করে কুশিয়ারা নদী উত্তাল হয়ে উঠেছে। গত দুই দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি ও ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজার তলিয়ে গেছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

রোববার সরজমিনে দেখা যায়, রানীগঞ্জ বাজারের বিভিন্ন গলিতে ১ থেকে ৩ ফুট পর্যন্ত পানি রয়েছে। বন্যার পানিতে বাজারটি তলিয়ে যাওয়ার কারণে অনাকাঙ্খিত দুর্ভোগে পড়েছেন বাজারের শতাধিক ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ। ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত রয়েছেন। বন্যার পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ার কারণে পানিবন্দি লোকজন অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছেন। সাংবাদিক আব্দুল তাহিদ, মাওলানা নিজাম উদ্দিন জালালী, আবুল হোসেন আকমল, ডাঃ ছদরুল ইসলাম, মুতাহির আলী, আজমল হোসেন মিঠু, জমির মিয়া, মিজান, আউয়াল মিয়াসহ বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্বাধীনতারর পর থেকে রানীগঞ্জ বাজার তদারক কমিটি নেই। তদারক কমিটি না থাকায় বাজারের কোন উন্নয়ন হয়নি। যে কারণে আজ বন্যার পানিতে বাজার তলিয়ে গেছে। এছাড়া ঘনঘন চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী জানান, প্রতি বছর রানীগঞ্জ বাজার থেকে প্রায় ২৫ লক্ষ টাকা সরকার রাজস্ব পাচ্ছে। অথচ সেই রানীগঞ্জ বাজারের কোন উন্নয়ন হচ্ছেনা। আমরা মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এমএ মান্নানসহ স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোন ফল পাচ্ছিনা। বাজারে কোন ড্রেন না থাকায় সারা বছর ময়লা-আবর্জনা লেগেই থাকে। তাছাড়া বাজারের পূর্ব দিক কুশিয়ারা নদী ভাঙনের কবলে পড়েছে। বন্যার পানিতে বাজার তলিয়ে যাওয়ার কারণে বাজারের ব্যসায়ীরা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক জানান, বন্যার পানিতে রানীগঞ্জ বাজার, বাগময়না, রানীনগর, রৌয়াইল, নোয়াগাঁওসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর তলিয়ে গেছে। পানিবন্দি লোকজনের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আমি সর্বস্তরের জনতার প্রতি আহবান জানাচ্ছি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License