আমাদের সিলেট ডটকম:
টানা চার মাস ধরে বন্ধ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩টি শুল্কবন্দরের আমদানি কার্যক্রম। এগুলো হচ্ছে বড়ছড়া, চারাগাঁও ও বাগলী। ভারতের একটি পরিবেশবাদি সংগঠন মেঘালয় পাহাড়ের কোয়ারি থেকে কয়লা উত্তোলন প্রক্রিয়ার পরিবর্তন করতে সে দেশের উচ্চআদালতে একটি মামলা দায়ের করলে গত ১৬ মে থেকে বন্দর ৩টি দিয়ে কয়লা-চুনাপাথর আমদানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এর ফলশ্র্বতিতে বন্দর সংশ্লিষ্ট আট শতাধিক আমদানিকারক নতুন কোনো এলসি খুলতে পারছে না এবং বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
অপরদিকে কর্মহীন বন্দর সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজার শ্রমিক মানবেতর দিনযাপন করছেন। অনেকেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে জীবিকার তাগিদে কাজের সন্ধানে শহরপানে দিকবিদিক ছুটে আসছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার এ ব্যাপারে জানান, বর্তমানে কয়লা-চুনাপাথর আমদানি করে মজুদ রাখার সময়। এ সময় বন্দর ৩টি বন্ধ থাকায় চরম বিপাকে রয়েছেন আমদানিকারকরা। তিনি এর আশু সমাধানে সরকারকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বড়ছড়া শুল্কবন্দরের কাস্টমস সুপারিয়েন্টেন্ড আব্দুল হান্নান বলেন, কবে নাগাদ বন্দর ৩টি দিয়ে কয়লা-চুনাপাথর আমদানি করা যাবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
সুনামগঞ্জে ৩টি শুল্কবন্দর ৪ মাস ধরে বন্ধ বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার ॥ অর্ধ লৰ শ্রমিকের মানবেতর দিনযাপন
Saturday, September 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment