ব্রিটেনে বিশ্বনাথের যুবক নিহতের ঘটনায় বাঙ্গালী কমিউনিটিতে # তোলপাড় রুবেলের কুলখানি সম্পন্ন : লাশ দেখতে দেওয়া হচ্ছে না স্বজনদের

Tuesday, September 9, 2014

আমাদের সিলেট ডটকম:

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আটক রাখার কেন্দ্র মর্টন হল ডিটেনশন সেন্টারে বিশ্বনাথের রুবেল আহমদ (২২) নিহতের ঘটনায় ব্রিটেনে বসবাসরত বাঙ্গালী কমিউনিটিতে চলছে তোলপাড়। এখনো রুবেলের লাশ দেখতে দেওয়া হয়নি ব্রিটেনে অবস্থানরত তার আত্মীয় স্বজনদেরকে।

এদিকে, মঙ্গলবার বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের সাঙ্গিরাই গ্রামে রুবেলের বাড়িতে তার কুলখানি সম্পন্ন হয়েছে।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, আমি শুনেছি ব্রিটেনে ডিটেনশন সেন্টারে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় বাঙ্গালী কমিউনিটিতে তোলপাড় চলছে। অবৈধ অভিবাসীদের অনেকেই রয়েছেন আতংকিত। এখনও রুবেলের আত্মীয়-স্বজনদের কাউকেই তার লাশ দেখতে দেওয়া হয়নি। সে দেশের নিয়মানুযায়ী ঘটনার তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হতে পারে বলে তিনি জানান।

জানা যায়, রুবেলের কুলখানি তার গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রুবেলের মাগফেরাত কামণা করে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুলখানিতে গ্রাম, পাড়া প্রতিবেশীসহ রুবেলের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এদিকে, গত শনিবার রুবেলের মৃত্যু সংবাদ শোনার পর থেকে দেশে থাকা স্বজনদের আহাজারী আর্তনাতে সাঙ্গিরাই গ্রামের বাতাস ভারী হয়ে গেছে। রুবেলের মা নুরজাহান বেগম ছেলে হারানোর শোকে পাগলপ্রায়। তিনি শোক সইতে না পেরে বিলাপ করে কাঁদছেন আর বার বার মুর্ছা যাচ্ছেন। সদা প্রাণোচ্ছল, অমায়ীক সদালাপী যে কিশোর রুবেল ভাগ্যবদলের আশায় স্বপ্নের দেশে পাড়ি জমিয়েছিল সেখান থেকে এখন সে জীবন্ত নয় কফিন বন্দী হয়ে আসবে স্বজনদের কাছে। দেশে আসা যুক্তরাজ্য প্রবাসী তার ফুফাত ভাইয়েরা মৃত্যু সংবাদ শুনে ইতিমধ্যে চলে গেছেন যুক্তরাজ্যে। রুবেলের মৃতদেহ কফিন বন্ধি করে তারাই নিয়ে আসবেন দেশে স্বজনদের কাছে এমনটাই জানিয়েছে রুবেলের চাচাত ভাই ইউপি সদস্য এনামুল হক। তিনি জানান, মৃতদেহ কবে দেশে নিয়ে আসা হবে এই অপেক্ষায় রয়েছেন রুবেলের স্বজনেরা।

প্রসঙ্গত : প্রায় সাড়ে ৫ বছর পূর্বে (২০০৯ সালে) ওয়াকিং হলিডে মেকার ভিসায় যুক্তরাজ্যে পারি জমায় রুবেল আহমদ। সেখানে গিয়ে প্রায় ২ বছর বৈধ ভাবে কাজ করার পর থেকে অবৈধ নাগরিক হয় রুবেল। এরপর সে স্থায়ী বসবাস লাভের আশায় আইনজীবীর মাধ্যমে ‘এসাইল্যাম’ চায়। সম্প্রতি গত ২২ রমজান ব্রিটেনের কেন্ট সিটির একটি রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় তাকে আটক করে সে দেশের আইনশৃংখলা বাহিনী। গত শুক্রবার সন্ধায় রুবেল শারিরীক অসুস্থতায় ভুগে। এরপর রাতে তাকে একটি রুমের মধ্যে একা রেখে বাহির দিকে তালাবদ্ধ করে রাখে নিরাপত্তারক্ষীরা। গভীর রাতে রুবেল ব্যাথার যন্ত্রনায় অস্থির হয়ে দরজায় ধাক্কাতে থাকে ও চিৎকার করে। ফলে আশপাশ রুমের লোকজন এগিয়ে এসে তালাবদ্ধ দরজা খুলতে কর্তৃপক্ষকে বলে। এ সংবাদ পৌছালে রাত প্রায় ১টায় দরজা খুলে কর্তৃপক্ষ। ততক্ষণে রুবেল নিস্তেজ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License