আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার নিখোঁজ স্কুলছাত্র মোঃ মুকরামিন হোসেনের (১৪) ৫ দিন পর উদ্ধার হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানী ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জুড়ী পোস্ট অফিস রোডস্থ রেল লাইন সংলগ্ন নাদির ইঞ্জিনিয়ারের বাসায় ১৪ বছর যাবৎ স্থায়ী ভাবে বাড়াটিয়া হিসেবে বসবাস করছেন কাপর ব্যবসায়ী মোঃ মহরম আলী। মহরম আলীর মূল বাড়ী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাসিরপুর ইউনিয়নের আমতলা গ্রামে। জীবিকার তাগিদে দীর্ঘদিন থেকে জুড়ী বসবাস। মহরম আলীর ২ ছেলে ২ মেয়ের মধ্যে মুকরামিন সবার বড়। মুকরামিন জুড়ী উপজেলা সদরে অবসি’ত জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে গত ১ সেপ্টেম্বর মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় তার বাবা পর দিন বিকেলে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মুকরামিনের চাচা মোঃ ওসমান আলীর ভাষ্য, গত শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর মোবাইল ফোনে কল করে জানান, মুকরামিন মধ্য বাড্ডার একটি রেস্তোরাঁয় রয়েছে। এ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই রেস্তোরাঁয় গিয়ে মুকরামিনকে একা বসে থাকতে দেখেন। এ সময় ওই ব্যক্তিকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।
রেস্তোরাঁর ব্যবস্থাপক ও কর্মীরা তাঁকে জানান, রাত সোয়া ১০টার দিকে এক ব্যক্তি মুকরামিনকে সেখানে বসিয়ে কিছু আনতে যাচ্ছেন বলে বাইরে যান। এরপর আর ফেরেননি। পরে তিনি মুকরামিনকে নিয়ে বাসায় ফেরেন।
মুকরামিনের চাচার ভাষ্য, মুকরামিন তাঁকে দেখেই জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। এ সময় তাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক বলেছেন, মুকরামিন প্রচন্ড ভয় পেয়েছে। সে এখনো কথা বলতে পারছে না। গত ৬ সেপ্টেম্বর রাত ১১ টায় মুকরামিনকে জুড়ীতে নিয়ে আসা হয়।
সরেজমিনে গত কাল রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে মুকরামিনের বাসায় গিয়ে দেখা যায়, তাকে দেখতে তার আত্মিয়-সজনদের পাশাপাশি এলাকার লোকজন তার বাড়ীতে বিড় জমান কিন’ মুকরামিন নিশ্চুপ। সে কোন কথা বলতে পাড়ছে না। সবার দিকে সে চেয়ে থাকে আর তার দু’চোখ দিয়ে পানি পরছে। তাকে নিয়ে তার মা-বাব চিন্তিত।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মুকরামিনকে উদ্ধারের ঘটনাটি তিনি শুনেছেন। টাকার জন্য কোনো প্রতারক চক্র এ কাজ করতে পারে বলে পুলিশের ধারণা। সে সুস’ হয়ে উঠলে বিস্তারিত তার কাছ থেকে জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস’া নেওয়া হবে।
জুড়ী থেকে নিখোঁজ স্কুলছাত্র উদ্ধার ৫ দিন পর ঢাকায় উদ্ধার
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment