আমাদের সিলেট ডটকম:
ভুয়া নাম-ঠিকানার বিতর্কিত ও ভাসমান নারীর দায়েরকৃত মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের জামিন বহাল রেখেছেন আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজ মন্ডলের আদালতে শুনানী শেষে মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিন বহালের আদেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, চৌধুরী মুমতাজের পক্ষে আদালতে জামিন শুনানীতে অংশ নেন ২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচিত মামলার বিজ্ঞ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। তার সাথে ছিলেন সিলেটের প্রবীণ আইনজীবী আব্দুর রকিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি আফম রুহুল আনাম মিন্টু, এডভোকেট নওশাদ আহমদ, এডভোকেট ময়নুল ইসলাম ও এডভোকেট মোশাহিদ আলী।
আইনজীবী সৈয়দ রেজাউর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, গত ২৪ আগস্ট আলোচিত ওই মামলার দুই আসামী চৌধুরী মুমতাজ ও আমিন নূরের জামিন মঞ্জুর করেছিলেন আদালত। রবিবার ধার্য তারিখে আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়। আদালত পরবর্তী তারিখ পর্যন্ত জামিন বহাল রেখেছেন।
এডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, মামলার এজহার ও ফরওয়ার্ডিং পড়ে মনে হয়েছে মামলার এজহার সাজানো, পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। মামলার বাদীনিও ভাসমান। বাদিনী একস্থানে তার স্থায়ী ঠিকানা চাঁদপুরের মতলব আবার অন্য জায়গায় তার স্থায়ী ঠিকানা সুনামগঞ্জের দোয়ারাবাজারে উল্লেখ করেছে। বর্তমান ঠিকানা দক্ষিণ সুরমার গোটাটিকর মসজিদেও পাশে উল্লেখ করা হলেও স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন ওই নামে কোনো মহিলা সেখানে থাকে না।
এডভোকেট রেজাউর রহমান আরোও বলেন, ন্যায় বিচারের স্বার্থে এই মামলায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রভাবিত তদন্ত হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
উলেৱখ্য, গত ১৯ আগস্ট কথিত নারী নির্যাতনের মামলায় সাংবাদিক চৌধুরী মুমতাজ ও তার বন্ধু আমিন নূরকে গ্রেফতার করেছিল সিলেট কোতোয়ালি থানাপুলিশ।
ভাসমান নারীর কথিত মামলা: সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজের জামিন বহাল
Sunday, September 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment