আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জে চেগ জালিয়াতির মামলায় একজনকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তিনি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের লালপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র কামাল উদ্দিন।
জানা যায়, গত ৩/০৯/২০১৪ইং সিলেটের যুগ্ম দায়রা জজ তাকে ৬ মাসের ও গত ২৮ আগস্ট অপর আরেকটি চেগ জালিয়াতি মামলায় ১ বছরের কারাদন্ড প্রদান করেন। করগ্রাও লামাপাড়া গ্রামের আপ্তাব আলীর স্ত্রী রায়না বেগম বাদি হয়ে ২টি চেগ জালিয়াতির মামলা করেন। ২০১০ সালের মামলায় ১ বছর ও ২০১১ সালের মামলায় ৬ মাসের জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা কওে আদালত। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন । স্থানীয় এলাকাবাসী জানান, কামালে বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চেক জালিয়াতি মামলা রয়েছে।
চেক জালিয়াতি গোলাপগঞ্জের ১ জনের কারাদন্ড
Thursday, September 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment