সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমান বন্দর বাইপাস, ধোপাগুল ও বর্ণীসহ ৮ কিলোমিটার সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে ধোপাগুল পাথর মালিক ব্যবসায়ী সমবায় সমিতি, খাদিমনগর স্টোন ক্রাশার মালিক সমিতি, সদর উপজেলা ট্রাক মালিক সমিতি ও গুদুলি সমাজকল্যাণ সংস্থার পক্ষ জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।
এতে উল্লেখ করা হয়, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমান বন্দর বাইপাস সড়ক থেকে বর্ণী পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এ বছর ১৭ মে জেলা প্রশাসকের নির্দেশে ধোপাগুল পাথর ব্যবসায়ী সমবায় সমিতি প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে সড়কটি কিছুটা সংস্কার করে; কিন্তু সম্প্রতি লাগাতার বৃষ্টির ফলে আবারো এতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমান বন্দর বাইপাস ধোপাগুল ও বর্ণীসহ ৮ কিলোমিটার সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ
Thursday, September 11, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment