আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় অপহৃত জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর জনৈক ছাত্রীকে (১৪) ৯দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকাল ৬ টার দিকে গৌরনদী থানার সাহাজিরা গ্রামের মাওলানা আজাদের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে সোমবার পুলিশ সিলেটের হাকিম আদালতে হাজির করে। এ সময় আদালতে ভিকটিম ২২ ধারায় জবানবন্দী প্রদান করে। পরে আদালতের নিদের্শে ভিকটিমকে পিতার জিম্মায় দেয়া হয়েছে। গত ২৭ আগস্ট স্কুলে যাওয়ার পর ছাত্রীটি অপহৃত হয়।
এর আগে পুলিশ এ অপহরনের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। তারা হচ্ছে-সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নন্দীরগাঁও গ্রামের জুয়েল, ইকবাল, রাসেল, শহরতলীর পীরেরবাজার বরিশাল বেকারীর কামাল ও শহরতলীর আটগাঁও চৌধুরী পাড়ার মনসুর মিয়ার কলোনীর বাসিন্দা সালমা বেগম।
সূত্র জানায়, শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের চৌধুরীপাড়ার খসরু মিয়ার বাড়ির পাশাপাশি বরিশাল বেকারী রয়েছে। ওই বেকারীতে দোয়ারাবাজারের নন্দীরগাও গ্রামের মৃত মোস্তাক মিয়ার ছেলে রুবেল (২৫) চাকুরী করে।। এই সুবাদে রুবেল নিজের নাম গোপন রেখে ছদ্মনাম লিপন পরিচয় দিয়ে খসরু মিয়ার উড়তি বয়সী ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া মেয়েকে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে তার মেয়েকে লিপন প্রেমের ফাঁদে ফেলে কৌশলে গত ২৭ আগস্ট সকালে অপহরণ করে বরিশালে নিয়ে যায়। সেখান থেকে কথিত লিপন লাপাত্তা হয়ে যায়। এক পর্যায়ে কোন উপায় না পেয়ে স্কুল ছাত্রী বরিশাল জেলার গৌরনদী থানার সাহাজিরা গ্রামের মাওলানা আজাদের বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা খসরু মিয়া বাদী হয়ে রুবেল, জুয়েল ও ইকবালকে আসামী করে শাহপরান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। নং- ৩ (০২-০৯-১৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ পুলিশ পরিদর্শক (এসঅআই) আব্দুস ছত্তার জানান, গত রোববার সকালে বরিশালের গৌরনদী থানার সাহাজিরা গ্রামের মাওলানা আজাদের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষা শেষে ভিকটিমকে সোমবার সিলেটের হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে ভিকটিম ২২ ধারায় জবানবন্দী প্রদান করে। পরে আদালতের নির্দেশে ভিকটিমকে পিতার জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তবে, মূল আসামী রুবেল এখনো পলাতক রয়েছে বলে জানান তিনি।
খাদিমপাড়া থেকে অপহৃত স্কুল ছাত্রী ৯দিন পর বরিশালে উদ্ধার
Monday, September 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment