কোম্পানীগঞ্জে ট্রাক ধর্মঘটকে কেন্দ্র করে দু’পৰের সংঘর্ষ

Sunday, June 15, 2014

আমাদের সিলেট ডটকম:

কোম্পানীগঞ্জ রাস্তা সংস্কারের নামে ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ট্রাক ধর্মঘটকে কেন্দ্র করে গতকাল দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ শ্রমিক। এদিকে আজো ধোপাগুল এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

রোববার মাইকিং করে ট্রাক শ্রমিক নেতা আবু সরকারকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ধোপাঘুল এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচী পালন করবেন। অবশ্য আজ সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসক ধর্মঘট আহবানকারী শ্রমিকদের ডেকেছেন।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে,,জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের নেতৃত্ত্বাধীন ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি গ্রুপ ধর্মঘটের পক্ষে মিছিল-সমাবেশ করলেও অপর পক্ষ কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ-ধোপাগুলের শ্রমিকরা তা অবৈধ ধর্মঘট প্রত্যাখান করেছে। গতকাল রোববার দিনে এবং রাতে রাস্তায় ট্রাক চলাচলে সহযোগীতা ও নিরাপত্ত্বা নিশ্চিত করে গাড়ি চালিয়েছে। তবে এরআগে সকালে সালুটিকরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

স’ানীয়রা জানান, সংঘর্ষে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস’া গুরুতর। গুরুতর ট্রাক চালক মো. বাউলা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউলা মিয়া (৪৫) স’ানীয় উমদার পাড়া গ্রামের মৃত মনাফ আলীর পুত্র।

এদিকে ট্রাক শ্রমিক আহত হওয়া ও প্রশাসনকে জিন্মি করে অবৈধ ট্রাক ধর্মঘটের প্রতিবাদে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-ধোপাগুল ও সালুটিকর সড়কে আজ সোমবার থেকে অর্নিদৃষ্টকালীন সকল প্রকার পরিবহণ ধর্মঘট আহবান করেছেন সেখানকার মালিক-শ্রমিক ও এলাকাবাসী। এ লক্ষ্যে এলাকায় মাইকিং করা হয়েছে।

স’ানীয়রা জানান, কোম্পানীগঞ্জের রাস-া সংস্কারের জন্য সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলায় ৭২ ঘন্টার ধর্মঘট আহ্বান করে। কিন’ কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ-ধোপাগুলের শ্রমিকরা এ ধর্মঘটকে অবৈধ আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের পাল্টা কর্মসূচি গ্রহণ করে। শনিবার রাতে তারা বিভিন্ন স’ানে মাইকিং করে গাড়ি চালানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানায়। রোববার সকাল থেকে ধর্মঘট প্রত্যাখ্যানকারী শ্রমিকরা ধোপাগুল, সালুটিকর, কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেয়। এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরাও এসব স্থানে অবস্থান নেয়। গাড়ি চলাচলের এক পর্যায়ে সালুটিকর এলাকায় উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় ট্রাক চালক মো. বাউলা মিয়াসহ প্রায় ২০ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস’লে পৌঁছে লাঠিচার্জ করলে উভয় পক্ষ পালিয়ে যায়।

সংঘর্ষের খবর শুনে বিকেল ২টার দিকে ধোপাগুলের শ্রমিকরা সড়ক অবরোধ করে। শুরু হয় তীব্র যানজট। সড়ক অবরোধের সংবাদ শোনে গোয়াইঘাট ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস’লে ছুটে যান।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন ও এয়ারপোর্ট থানার ওসি দুপক্ষকে বুঝিয়ে পুনরায় ট্রাক চলাচল শুরু হয়। তবে পরে আবার আবু সরকারের সমর্থিত চালকরা ট্রাক আটকালে উত্তেজনা দেখা দেয়। এরপর ঘোসণা দিয়ে ধোপাগুল এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসী রাজ পথে নামছেন। তারা সড়ক অবরোধ করে আবু সরকার লোকজন দিয়ে লোকজনকে জিম্মি করার প্রতিবাদ জানাবেন।

এনিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের রক্তয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

অপর দিকে ধর্মঘট আহ্বানকারীদের হামলায় আহত ট্রাক চালক মো. বাউলা মিয়াসহ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও অবৈধ ট্রাক ধর্মঘট প্রত্যাহারের দাবিতে ধোপাগুলে সোমবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ত্ব করেন ধোপাগুল ক্রাশার মালিক সমিতির সভাপতি ওসমান আলী। সাধারণ সম্পাদক নুরুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলার খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন ইমরান, সালটিকর পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি সিদ্দেক মিয়া, ধোপাগুল ক্রাশার মালিক সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি সামছুল আলম, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি সুলেমান মিয়া, হাজী কলমদর আলী, রফিক মিয়া, লাল মিয়া, সালেহ আহমদ শানাজ, বুলবুল মিয়া, নাসির উদ্দিন, মোঃ আজাদ মিয়া, মোঃ আলা উদ্দিন প্রমূখ।

এদিকে সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম জানান, সম্পূর্ণ অবৈধভাবে ট্রাক ধর্মঘট ডেকেছে শ্রমিকদের একটি পক্ষ। তিনি বলেন রাস্তা সংস্কার সংক্রান্ত একটি কমিটি আছে। যারা কাজ করছে। তিনি বলে আজ দুপুর ১টায় ধর্মঘট আহবানকারী শ্রমিকদের জেলা প্রশাসক কার্যালয়ে ডাকা হয়েছে।

আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License