আমাদের সিলেট ডটকম: ক্যামেরুনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপে টিকে রইলো ক্রোয়েশিয়া। দুটি করে ম্যাচ খেলা ব্রাজিল ও মেক্সিকোর পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। তৃতীয় স্থানে উঠে আসা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩। কোনো পয়েন্ট না পাওয়া ক্যামেরুনের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত। তবে বুধবারের জয়ে ‘এ’ গ্রুপের সমীকরণ কঠিন করে তুলল ক্রোয়েশিয়া।
বুধবার মানাউসের গরম আবহাওয়ায় ক্রেয়োশিয়ার জয়ের নায়ক ফরোয়ার্ড মারিও মানজুকিচ। জোড়া গোল করেন তিনি। আর একটি করে গোল করেন অন্য দুই ফরোয়ার্ড ইভিচা অলিচ ও ইভান পেরিসিচ।
১১ মিনিটে ইভান পারিসিচের পাসে আলতো টোকায় ক্যামেরুনের জালে বল জড়িয়ে দিলেন ইভিকা অলিচ। ৪০ মিনিটে মিনিটে মারিও মানজুকিচকে কনুই দিয়ে গুতো দিলেন অ্যালেক্স সং!শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো বার্সালোনার ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ৪৮ মিনিটে অনেকটা একক চেষ্টায় দারুণ এক গোল দিলেন ইভান পরিসিচ। এর পরের গল্পটা মানজুকিচের। ৬১ মিনিটে দলের প্রাণভোমরার অসাধারণ হেডে স্কোরলাইন ৩-০ করে ফেলল ক্রোয়েশিয়া।
৭৩ মিনিটে গোলটিও চমকপ্রদ। এদুয়ার্দোর শটটি ক্যামেরুনের গোলরক্ষক চার্লস ইতাঞ্জের হাতে লেগে ফিরে আসে মানজুকিচের কাছে। কোনো ভুল হয়নি। সোজা ক্যামেরুনের জালে! শেষ দিকে ফাঁকা গোলপোস্ট পেয়েও ইভান রাকিতিচ গোল করতে পারেননি। নইলে ব্যবধান আরও বাড়ত।
ম্যাচের আগে ইতো বলেছিলেন, ‘প্রার্থনা করছি…দেশটার জন্য কিছু করার সুযোগ পাই’। তিনি মাঠে নামারই সুযোগ পাননি। ৪০ মিনিটেই ১০ জনে পরিণত হওয়া ক্যামেরুন দলকে ক্রোয়েশিয়ার আক্রমণ সামলাতেই কেটেছে সময়! মাঝেমধ্যে অবশ্য আফ্রিকার অদম্য সিংহরা ক্রোয়েশিয়ার রক্ষণভাগে হানা দিয়েছে। তবে ভালো ফিনিশারের অভাবে সেগুলো জাল খুঁজে পায়নি। শেষ দিকে ক্যামেরুনের একোতো আর মুকানজো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লেন। বোঝাই যাচ্ছে, কতটা ছন্নছাড়া ছিলেন ভলকার ফিনকের শিষ্যরা। বল দখলে অবশ্য দুই দল প্রায় কাছাকাছি- ক্যামেরুন ৪৯ শতাংশ, ক্রোয়েশিয়া ৫১। ক্রোটরা লক্ষ্যে শট নিয়েছে ১৪টি, ক্যামেরুন সেখানে ৭টি। পরিসংখ্যান বলে দিচ্ছে, কতটা আক্রমণাত্মক ছিলেন নিকো কোভাচের ছাত্ররা।
‘এ’ গ্রুপের সমীকরণ কঠিন করে দিল ক্রোয়েশিয়া
Thursday, June 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment