আমাদের সিলেট ডটকম : ব্রাজিল বিশ্বকাপের প্রথম অঘটন ঘটালো কোস্টারিকা। গত বিশ্বকাপে চতুর্থ হওয়া উরুগুয়েকে ফিফা র্যাঙ্কিংয়ের ২৮ নম্বর দল কোস্টারিকা হারাল ১-৩ ব্যবধানে!
শুরুটা অবশ্য দারুণই হয়েছিল উরুগুয়ের। বক্সে ডিয়েগো লুগানোকে ফাউল করায় পেনাল্টি পেলেন ফোরলানরা। ২৪ মিনিটে পেনাল্টি থেকে কাভানির করা গোলে এগিয়ে গেল উরুগুয়ে। কোস্টারিকা-অধ্যায় শুরু মূলত দ্বিতীয়ার্ধে।
৫৪ মিনিটে উরুগুয়ের জালে বল জড়িয়ে দিলেন জোয়েল ক্যাম্পবেল। কোস্টারিকার এ ফরোয়ার্ডের উদযাপনটা হলো চরম উপভোগ্য। কোস্টারিকার প্রথম গোলের ঠিক তিন মিনিট পরে আবারও উরুগুয়ের জালে দারুণ এক হেডে বল জড়িয়ে দিলেন অস্কার দুয়ার্তে। ৮৪ মিনিটে গোলরক্ষক ফার্নেন্দো মুসলেরার বেশি অগ্রসর হওয়ার সুযোগে উরুগুয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মার্কোস উরেনা। ম্যাচের শেষ দিকে ক্যাম্পবেলকে ফাউল করায় এ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা।
কোস্টারিকার কাছে উরুগুয়ের হার
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment