আমাদের সিলেট ডটকম:
পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের দাবীতে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের আন্দোলন দশম দিবসের মত পালিত হয়েছে।
রোববার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট জেলাধীন ১২টি উপজেলাসহ সিলেট কালেক্টরেট-এ পূর্ন দিবস কর্মদিবস কর্মবিরতি পালন করা হয়। প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি থাকা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস’াপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে কোয়েরীর পর কোয়েরী দিয়ে অযথা কালৰেপন করছে। এর পেরিপ্রেৰিতে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীদের মধ্যে প্রচন্ড ৰোভ ও অসন্তোষ দানা বেঁধেছে। অচিরেই তাদের দাবী বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা জানান।
পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করনের দাবীতে বাকাসস জেলা সভাপতি আফছর আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ আলীমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, কেন্দ্রীয় সহ সাংগঠানিক সম্পাদক ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলার সহ সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, সহ সভাপতি শাশ্বতি নন্দি চৌধুরী ও হাজী মোঃ কামর্বজ্জামান, সহ সম্পাদক ধ্র্বব জ্যেতি দাস, সাংগঠানিক সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সহ সাংগঠানিক সম্পাদক কাওছার আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক কাঞ্চন বরন লস্কর, দপ্তর সম্পাদক ফিরোজ আহমদ, ক্রীড়া সম্পাদক শাহনাজ পারভীন, সাহিত্য সম্পাদক সোহেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অসিত পাল, পাঠাগার সম্পাদক আবুল হোসেন, ধর্ম সম্পাদক ফয়েজ আহমদ, মহিলা সম্পাদক সোহেলা আক্তার, নির্বাহী সদস্য আজমল খান, নূর্বল ইসলাম, সদস্য নূর্বল মুত্তাকিন, আশুতোষ চক্রবর্তী, মোঃ ইয়াহইয়া, মোঃ জাকারিয়া, ফজলুর রহমান, মোঃ আব্দুস সবুর, আয়েশা আক্তার প্রমুখ। বক্তারা তাদের দাবী অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকার ও সংশিৱষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবী জানান।
সিলেটে বাকাসসের পূর্ণদিবস কর্মবিরতি পালন
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment