আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার সদর উপজেলার জুগিডহর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন শিপন মিয়া (১৯), শকিবুল হাসান (২৮) ও ইকরাম উদ্দিন (১৭)। তাদের বাড়ি রাজনগর উপজেলায় বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জুগিডহর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বির্বদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজারে ৩ ছিনতাইকারী আটক
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment