আমাদের সিলেট ডটকম:
বিশ্ব বাবা দিবস উপলক্ষে এন জে এল ইএনটি সেন্টার সিলেটের উদ্যোগে এক ব্যতিক্রমী র্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়র প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে সিলেটের গন্যমান্য ব্যক্তিবগূ ছাড়াও আয়োজক প্রতিষ্ঠান এন জে এল ইএনটি সেন্টারের পরিচালক সিলেটে গর্বিত মা-বাবা সম্মাননা পুরস্কারের প্রবর্তক খ্যাতিমান চিকিৎসক নাক,কান, গলা ও হেড.নেক সার্জন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এএনএম নূরুল হুদা নাঈম, আহ্বায়ক এডভোকেট আব্দুল মুকিত অপি, সদস্য সচিব রেজাউল করিম তালুকদার, রোটারিয়ান সাকির আহমদ শিকদার, বিশিষ্ট চিকিৎসক দেবাশীষ বসু, সমাজসেবক মালেক খান, শাহ মুনিরুজ্জামান, মানবাধিকার কর্মী নিলুফার ইয়াছমিন শাপলা, বেগম রোকেয়া মরিয়ম নাওমী, মো. আনোয়ারুল করিম রাহাত, রিফাত সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানীত নাগরিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালীতে অংশগ্রহণকারী সকলেই এন জে এল ইএনটি সেন্টারের লোগো সম্বলিত টি-শার্ট পড়ে শ্বেত পায়রার মতো শানি-র বার্তা বহন করে যেতে যেতে রাজপথের দুদ্বারের সাধারণ জনগন র্যালীকে স্বাগত জানান। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে এন জে এল ইএনটি সেন্টারের পরিচালক ও র্যালী আয়োজক ডা. নূরুল হুদা নাঈম বলেন বিশ্বের সকল বাবাকে আজ আমার বিনম্র শ্রদ্ধ ও ফুলেল শুভেচ্ছা জানাই। আমার ক্ষুদ্র এ প্রয়াস বিশ্ব তথা বাংলাদেশের কোন একজন বাবা-মাকে যদি তাঁর সন্তান মানুষ করার অমানবিক সকল গুনাবলি নিয়ে গড়ে তোলার প্রয়াস পান তাহলে আমার এ উদ্যোগ সফল হয়েছে মনে করবো। সকল বাবাই সন্তানদের কাছে আপনজন। প্রতিনিয়ত বাবার প্রতি সন্তানের সেবা যত্ন প্রয়োজন। সদস্য সচিব রেজাউল করিম তালুকদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মালেক খান, সাকির আহমদ শিকদার প্রমুখ।
বিশ্ব বাবা দিবস উপলক্ষে সিলেটে র্যালী ও সমাবেশ
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment