এডভোকেট শামসুজ্জামান জামানের বিবৃতি

Thursday, June 19, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেছেন, সমপ্রতি সিলেট নগরীর বিভিন্ন স্থানে তৃণমূল বিএনপি ও দেশপ্রেমিক বিএনপির নাম ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্ঠা ব্যতীত আর কিছু নয়। এসব পোস্টার ও লিফলেটে যারা আমার নাম ব্যবহার করেছেন তারা আসলে রাজনৈতিক হীনমন্যতায় ভুগছেন। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, এসব পোস্টার ও লিফলেটের সাথে আমার নূন্যতম কোনো সম্পর্ক নেই। দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রীমহলের কারসাজির মাধ্যমে আমার নাম ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যে দু এক জনের যোগসাজশে এসব রাজনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূত পোস্টার ও ব্যানার ছাপানো হয়েছে, তাদের ব্যাপারে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

বিবৃতিতে তিনি কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম আরো বেগবান করার জন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সর্বস-রের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License