আমাদের সিলেট ডটকম : প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বুধবার মারাকানায় চিলির বিপক্ষে ০-২ গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।
স্পেনকে ২-০ গোলে হারিয়ে নেদারল্যান্ডসকে সঙ্গে নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল লাতিন আমেরিকার দেশ চিলি।
প্রথম কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে পরের আসরের শুরুর দুটি ম্যাচে হারলো ভিসেন- দেল বস্কের স্পেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পেনের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটা তাই পরিণত হলো কেবল আনুষ্ঠানিকতায়। এরপর ট্রফিটা আপাতত ব্রাজিলে রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে দেশের বিমান ধরতে হবে তাদের।
বিশ্বকাপে টিকে থাকতে হলে হার এড়াতেই হতো স্পেনের। কিন’ বুধবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে হোর্হে সামপাওলির শিষ্যরা শুরুতেই আভাস দিয়েছিলেন, কী অপেক্ষা করছে গত ছয় বছরে তিনটি বড় শিরোপা জেতা স্পেনের সামনে।
২০ মিনিটে চার্লস আরানগুইজের পাসে ক্যাসিয়াসকে হতবুদ্ধি করে দারুণ এক গোল দিলেন এদুয়ার্দো ভার্গাস। ৪৩ মিনিটে অ্যালেক্স সানচেজের ফ্রি-কিক ফিস্ট করে ফিরিয়ে দিলেন ক্যাসিয়াস। কিন্তু সেটি এসে ঠেকল চার্লস আরানগুইজের পায়ে। অমনি বাঁ পায়ে মাপা শট- গোল! ম্যাচের শেষ দিকে অবশ্য কিছুটা আক্রমণের পসরা সাজিয়েছিল স্পেন। কিন্তু তা নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠার মতোই! স্পেনের দখলে বল ছিল ৫৬ শতাংশ, চিলির ৪৪ শতাংশ। লক্ষ্যে নয়টি শট নিয়েছে স্পেন। তবে সেগুলোর কোনটিই জাল খুঁজে পায়নি। অথচ চিলির চারটির দুটিই জড়িয়েছে জালে।
মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো চিলি।জর্দি আলবা সেবার দলকে রক্ষা করেন।
১৭তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় স্পেন।কিন্তু আলনসো সরাসরি গোলরক্ষকের দিকে মেরে সুযোগটি নষ্ট করেন।
এর তিন মিনিটের মধ্যেই অসাধারণ এক দলীয় প্রচেষ্টায় এগিয়ে যায় চিলি। ডান দিক থেকে স্পেনের রক্ষণ ভেঙে আলেক্সিস সানচেস খুঁজে পান আরানগুইসকে। তিনি অসাধারণ দক্ষতায় বলটাকে পাঠান এদুয়ার্দো ভারগাসের কাছে। প্রথম ছোঁয়াতেই ইকের কাসিয়াসকে ফাঁকি দেন ভারগাস। এরপর পেছনে পড়তে পড়তে বুটের সামনের অংশ দিয়ে টোকা মেরে বল জড়িয়ে দেন জালে।
২৮তম মিনিটে প্রথমার্ধে নিজেদের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন দিয়েগো কস্তা। সিলভার কাছ থেকে গোল করার মতো জায়গায় বল পেলেও বাইরে মেরে নষ্ট করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটা হয় কাসিয়াসের ভুলে। সানচেসের সাধারণ একটা ফ্রি কিক ঠিক ভাবে বিপদমুক্ত করতে পারেননি স্পেনের অধিনায়ক; পাঞ্চ করে বল ফেলেন বিপজ্জনক জায়গায়। এবার আরানগিসের দারুণ শট আর ফেরাতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগটি পেয়েছিলেন সের্হিও বুসকেতস। বাইসাইকেল কিকে গোললাইনের ঠিক সামনে বুসকেতসকে বল দিয়েছিলেন কস-া। কিন’ সেখান থেকেও শট নিতে পারেননি বার্সেলোনার এই মিডফিল্ডার।
৭১তম মিনিটে ফলাফল নিয়ে অনিশ্চয়তা শেষ করার সুযোগ এসেছিল চিলির সামনে। ইউহেনিও মেনার নিচু ক্রসটি লক্ষ্যে রাখতে পারেননি মাওরিসিও ইসলা।
শেষ দিকে কিছু সুযোগ তৈরি করলেও তার একটিও কাজে লাগাতে পারেনি স্পেন। তাড়াহুড়ো করে মেরে সহজ সুযোগও হাতছাড়া করেছেন তারা।
স্পেনকে প্রথম ম্যাচে ৫-১ গোলে হারানো নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ৩-২ গোলে। চিলি এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গতবারের রানার্সআপরাও তাই উঠলো শেষ ষোলোতে। গ্রুপের শেষ ম্যাচে এই দুই দল লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বাগতিক ব্রাজিলকে এড়ানোর লড়াইয়ে।
২০০৬ সালের অক্টোবরের পর আজ পর্যন- টানা দুই ম্যাচে হারেনি স্পেন। এ আট বছর জিতেছে ট্রেবল- ইউরো-বিশ্বকাপ-ইউরো। ক্লাব ফুটবলেও এ সময়ে স্পেন শাসন করেছে প্রবল বিক্রমে। এবারও ছিল হট ফেবারিট। কিন’ ব্রাজিলে এসে স্পেন যেন হারিয়ে গেল। ব্যর্থতার চোরাবালি থেকে উঠতেই পারল না, বরং ধীরে ধীরে তলিয়ে যেত থাকল।
সবার আগে বিদায় স্পেন
Thursday, June 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment