আমাদের সিলেট ডটকম:
অটোরিক্সা (সিএনজি) চালক শওকত আলীর ‘খুনী’দের গ্রেফতারে অবশেষে আদালতে মামলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলাটি দায়ের করেছেন নিহতের চাচা বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ছেলে সিরাজ উদ্দিন। মামলা নং- ৪৭/২০১৪। দক্ষিণ সুরমা থানা মামলা না নেওয়ায় আদালতে মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরসালিন গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, শওকতকে খুন করা হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। কারণ তার র্বমের দরজা ভেতরকে বন্ধ ছিল। অন্য কোনো রাস্তা দিয়ে ওই র্বম থেকে বের হওয়ার পথ নেই। কেউ খুন করে থাকলে দরজা ভেতর থেকে বন্ধ থাকতো না। তিনি বলেন, আমরা দরোজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে আদালতে করা মামলার কপি তাদের কাছে পৌছেছে বলেও তিনি জানান।
মামলা সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার আতাপুর গ্রামের মো. আলকাছ আলীর ছেলে শওকত আলী গত ২৩ মে বাড়ি থেকে বের হন। ২/৩ দিনপর শওকত বাড়ি না ফেরায় তার আত্মীয়-স্বজন শওকতের মোবাইলে ফোন দিলে সে ভাল আছে বলে জানায়। এরপর গত ৪ জুন সকালে লামাকাজী বাজারে কিছু লোক এসে দক্ষিণ সুরমার আরিফ বোর্ডিং-এ শওকত আলীর লাশ পাওয়া গেছে বলে জানায়। খবর পেয়ে শওকতের নিকট আত্মীয়রা সেখানে যান। আরিফ বোর্ডিং এর ১৯নং কক্ষে শওকত আলীর রাখা চাটাই বাধা লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশের পাশে যেতে বাধা প্রদান করে। এমতাবস’ায় শওকতের নিকট আত্মীয়রা পুলিশের উপস্থিতিতে শওকতের লাশ গ্রহণ করেন। যা গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল বলে পুলিশ জানায়। পরে পোস্টমর্টেমের মাধ্যমে তার লাশ গ্রামের বাড়ীতে দাফন করা হয়। তবে শওকতের নিকট আত্মীয়দের দাবি, তাকে খুন করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানা পুলিশ মামলা গ্রহণ না করায় সিরাজ উদ্দিন বাদী হয়ে হোটেল ম্যানেজার সিদ্দিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের আসামী করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে মামলা দায়ের করেন।
দক্ষিণ সুরমায় শওকত ‘খুন’: হোটেল ম্যানেজারকে আসামি করে আদালতে মামলা
Tuesday, June 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment