আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, অচিরেই কোম্পানীগঞ্জসহ সিলেটের সকল উপজেলায় কাউন্সিলের মাধ্যমে আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনসমূহের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দারিদ্র বিমোচনসহ দেশের উন্নয়নে অনেক সফলতা অর্জন করেছে। সফলতাগুলোকে ধরে রেখে বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আওয়ামীলীগসহ সকল নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দেন।
তিনি মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি জামায়াত-শিবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। যিনি বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করে পরাজিত শক্তিরা। তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আন-রিকতার সহিত কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে সারা দেশে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, কৃষি, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং আগামীতেও হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপসি’ত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আজমল আলী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মছব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ডা. আব্দুন নুর, তেলিখাল ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক লীগ সভাপতি রশিদ আলী (মেম্বার), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শাহ আলম, যুবলীগ নেতা শামীম আহমদ, আব্দুল আলী, তজব আলী, জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান ভুট্টো, বজুল পাঠান, আনোয়ার হোসেন বাবু, তেলিখাল ইউপি আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন, উত্তর রনিখাই ইউপি সভাপতি কালা মিয়া, দক্ষিণ রনিখাই ইউপি সভাপতি আব্দুল হাশিম, পশ্চিম ইসলামপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, যুবলীগ নেতা আব্দুল হক, রসিক আহমদ প্রমুখ।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে -মিসবাহ সিরাজ
Tuesday, June 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment