আমাদের সিলেট ডটকম:
দৰিণ সুরমা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
রোববার দুপুরে ও বিকেলে ডকেরপাড় ও কদমতলী টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভুলাকট গ্রামের মৃত ইছমাইলের পুত্র বর্তমানে চান্দের বাড়ির ফরিদার কলোনীর বাসিন্দা মো. হার্বন মিয়া (৪৫), ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আবুল কালামের পুত্র বর্তমানে চান্দের বাড়ির জুয়েলের কলোনীর বাসিন্দা কালা মিয়া (১৯), মোগলাবাজার থানার মান্দাবাগ গ্রামের আব্দুল মতিনের পুত্র বর্তমানে দৰিণ সুরমা সাইদ মিয়ার কলোনীর বাসিন্দা মো. সাগর (৩৫) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নারাবার গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বর্তমানে লাউয়াই সরাফত উল্লাহর রিক্সার গ্যারেজের বাসিন্দা আব্দুল জলিল (২৯)।
পুলিশ জানায়, রোববার বেলা পৌনে ৩টার দিকে দৰিণ সুরমার বাস টার্মিনাল এলাকার মামুন এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সাগর ও আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করি। এ ঘটনায় টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিক খান বাদি হয়ে তাদের বির্বদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৰিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে একই দল দ্বিতীয় বার অভিযান চালিয়ে রোববার বিকেল ৫টার দিকে ডকেরপাড় চান্দের বাড়ি মাদক সম্রাজ্ঞী ফরিদার কলোনীতে মাদক কেনা-বেচা চলছে গোপনে, এমন সংবাদ পেয়ে দৰিণ সুরমা টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিক খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাতে-নাতে মাদক বিক্রি কালে মাদক বিক্রেতা হার্বন মিয়া ও কালা মিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দৰিণ সুরমা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বাদি হয়ে তাদের বির্বদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এই মাদক বিক্রেতারা দৰিণ সুরমার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে থাকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদক সম্রাজ্ঞী ফরিদা বেগম ও আব্দুল হকের নাম প্রকাশ করে। মূলত গ্রেফতারকৃতরা মাদক সম্রাজ্ঞী ফরিদা বেগম ও আব্দুল হকের নিয়ন্ত্রণে থেকে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও মদ বিক্রি করে আসছিল। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
দৰিণ সুরমার ডকেরপাড় ও টার্মিনাল থেকে গাঁজা ও ইয়াবা সহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment