আট বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল

Wednesday, June 18, 2014

আমাদের সিলেট ডটকম : বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ত্রিশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আশরাফুলের ঘরোয়া ক্রিকেটেও আর ফিরে আসার সম্ভাবনা নেই।

এক বছর ধরে সাময়িকভাবে নিষিদ্ধ ছিলেন। আশরাফুলের শাস্তির মেয়াদে এই এক বছরও ধরা হবে। ফলে আরও সাত বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ফলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার সময় বয়স হয়ে যাবে ৩৭ বছর।

গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। আশরাফুলের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায়ে নিষেধাজ্ঞার পাশাপাশি আশরাফুলকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

গত বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার সময় চারটি ম্যাচ পাতানোর কারসাজিতে অংশ নিয়েছিলেন আশরাফুল। ঢাকা গ্ল্যাডিয়েটরসের মালিক শিহাব চৌধুরীকে ক্রিকেটের যেকোনো কার্যক্রম থেকে ১০ বছর নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন বছর নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট। লঘু অপরাধের কারণে ১৮ মাস নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার কৌশল লুকারাচ্চিকে।

দণ্ড পাওয়া ব্যক্তিরা এই রায়ের বিরুদ্ধে ২১ দিনের মধ্যে বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করতে পারবেন।

গত আট জুন বিপিএলে ম্যাচ পাতানোর তদন্তের বিস্তারিত রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। এখন দোষীদের শাস্তি ঘোষণা করা হলো।

গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। ২৬ ফেব্র“য়ারি তার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে জানানো হয় বিস্তারিত রায়।

২৬ ফেব্র“য়ারি ঘোষিত সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হন।

গত ১৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন।

১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহŸায়ক করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন। অপর দুই সদস্য হলেন আজমামুল হোসেন কিউসি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএলে ম্যাচ পাতানোর জন্য জড়িত থাকায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

সংক্ষিপ্ত রায়ের পর এক যৌথ বিবৃতিতে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছিল আইসিসি ও বিসিবি। দুটি সংস্থাই জানিয়েছিল, রায়ের বিস্তারিত পাওয়ার অপেক্ষা করছেন তারা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License