আমাদের সিলেট ডটকম : দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের মৃত বছির মিয়ার কিশোরী মেয়ে পপি বেগম (১২) বিষ খেয়ে আত্মহত্যা করে। গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এ আত্মহত্যা ঘটনাটি ঘটে। এ ব্যাপারে জানতে চাইলে কিশোরীর মা তহুরুন নেছা বলেন, আমি আমার মেয়েকে ঘরে রেখে নদীতে যাই গোসল করতে গোসল শেষে ঘরে ফিরে দেখি মেয়ে আমার মাটিতে পরে এপাশ ওপাস করতেছে এবং তার মুখ থেকে বমির মত ফেনা বের হচ্ছে, মেয়ের এমন অবস্থা দেখে আমি চিৎকার দিলে প্রতিবেশিরা এসে বলে পপি বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু মেয়ে আমার সে সুযোগ আমাকে দেয়নি, দিরাই যাবার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কিছুক্ষন পর সে মারা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পরিবারে কোনো অশান্তি ছিল না কেন সে আত্মহত্যা করল কিছুই জানতে পারলাম না, এ কথাগুলো বলতে বলতে তহুরুন নেছা কান্নায় ভেঙ্গে পড়েন। এ ব্যাপারে দিরাই থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment