আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর শাহজালাল মাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে গ্রেফতারকৃত যুবক জুলফুকার আলী দিপুকে নিয়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অভিযান চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাবেদুর রহমান জানিয়েছেন । তিনি জানান, এ নিয়ে উদ্ধার হওয়া মোটর সাইকেলের সংখ্যা দাড়ালো ৬টিতে। উদ্ধার হওয়া মোটরসাইকেল হচ্ছে পাল্সার,ডিসকোভারী,ইয়ামাহা ও গৱামার। দীর্ঘ দিন থেকে এসব মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিল জুলফুকার আলী দিপু সহ তার গ্র্বপের সদস্যরা । তার দেয়া তথ্য অনুযায়ী সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এডিসি জাবেদ।
উল্লেখ্য, গত সোমবার সিলেট নগরীর শাহজালাল মাজার এলাকা থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় জুলফুকার আলী দিপুকে। এসময় তার কাছ থেকে বেশ কয়েকসেট, তালা ও মোটরসাইকেল চুরি করার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
সিলেট নগরীতে চুরি হওয়া ৫টি মোটরসাইকেল সুনামগঞ্জ থেকে উদ্ধার
Tuesday, June 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment