সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের সভায় বক্তারা : কদমতলীর ফল ব্যবসায়ীরা ফলে ফরমালিনযুক্ত করেননা

Sunday, June 15, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের নেতৃবৃন্দ বলেছেন, দক্ষিণ সুরমার কদমতলী ইয়াছিন প্লাজায় বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় ফলের আড়ত। ওই আড়ত থেকে সমগ্র সিলেটে ফল বিক্রি করা হয়। ফলের মার্কেটে বিভিন্ন জেলা থেকে বেপারিরা ফল নিয়ে আসলে আমরা তা কমিশনে বিক্রি করি। কিন’ কদমতলীর কোন ফল ব্যবসায়ী ফলে ফরমালিনযুক্ত করেননা। ব্যবসায়ীরা দেশীয় আমদানিকৃত ফল দেশের বিভিন্ন জেলা থেকে আমদানি করে থাকেন। দেশীয় উৎপাদিত ফলে ফলের বেপারিরা ফলকে পোকা-মাকড় থেকে রক্ষার জন্য ফলের বাগানে বিভিন্ন ধরণের কিটনাশক ব্যবহার করেন। যার প্রভাব ফলে থেকে যায়। এর দায়বার সম্পূর্ণই ব্যবসায়ীদের উপর পরে। প্রকৃত পক্ষে সিলেট ফল ব্যবসায়ী গ্রুপ দায়ীনন। কারণ ফলে কিভাবে ফরমালিনযুক্ত করা হয় তাও ব্যবসায়ীদের জানা নেই। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে একটি আধুনিক মেশিন ক্রয় করা হবে উল্লেখ করে বলেন, বর্তমান ডিজিটালযুগে সিলেট বিএসটিআই এর কাছে রয়েছে পুরোনো যুগের পরীক্ষা পদ্ধতি। তাই পুরোনো পরীক্ষা পদ্ধতি বাতিল করে নতুন ও আধুনিক পরীক্ষা যন্ত্র সংগ্রহ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা। প্রশানের ভেজাল বিরোধী অভিযানের পক্ষে সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের সহযোগিতা ও সমর্থন রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার বেলা ২ টায় দক্ষিণ সুরমার কদমতলী ইয়াছিন প্লাজায় সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের জরুরী সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেট ফল ব্যবসায়ী গ্রুপের জেলা সভাপতি মো.বশির মিয়ার সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব মঈন এর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. ফারুক আহমদ, সাধারন সম্পাদক শামস্‌ উদ্দিন আহমদ, কোষাধক্ষ জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক আব্দুল মন্নান, সদস্য নাসির মিয়া, ইকবাল আহমদ, ফলিক আহমদ, বাবুল মিয়া, নানু মিয়া, ব্যবসায়ী সেলিম আহমদ, আব্দুল মন্নান, অলিউর রহমান, সঞ্জয় পাল, গৌরাঙ্গ চক্রবর্তী, বদরুল আলম, নুরুল ইসলাম , মুজিবুর রহমান, দুলাল মিয়া, মো. হোসেন, এমাদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License