আমাদের সিলেট ডটকম:
সিলেটের কোটি মানুষের স্বপ্নের প্রতিফলন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দেশের একমাত্র গ্রীণ গ্যালারী সমৃদ্ধ এই স্টেডিয়াম দক্ষিণ এশিয়ার সেরা এবং বিশ্বের অন্যতম সুন্দরের স্বীকৃতি পেয়ে সিলেটবাসীর গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। মাত্র সাত মাসের মধ্যে আন্তর্জাতিক এই স্টেডিয়াম গড়ে উঠে এবং এই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই দেশের অষ্টম আন্তর্জাতিক এই ভেন্যু নিয়ে সিলেটবাসীর গর্বের শেষ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত ১১ জুন রাতে প্রবল বর্ষণে মাঠ সংলগ্ন সীমানা প্রাচীর হঠাৎ করে ধসে পড়ে। এই অনাকাঙ্খিত ঘটনায় একই পরিবারের তিনজন নীরিহ মানুষের প্রাণহানী ঘটে। যা আমাদের কারো কাম্য ছিল না। কিন্তু অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার সুযোগ নিয়ে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে। আসলে প্রকৃত পক্ষে সিলেট স্টেডিয়ামের সীমানা প্রাচীরের যে অংশ ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মাঠকে নতুন রূপ দেওয়া কাজের অংশ ছিল না। সেটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিভাগীয় স্টেডিয়াম নামে প্রথম যখন এর কাজ শুরু হয় তখন এই সীমানা প্রাচীর তৈরী হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আন্তর্জাতিক মানের এই মাঠ জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে তৈরী হয়। স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের রূপ দানের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দেয়। এসব ক্ষেত্রে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টতার কোন সুযোগই ছিল না। কিন্তু দেয়াল ধসে নিহতের ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা খুবই দুঃখজনক। মর্মান্তিক এই দুর্ঘটনায় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা অত্যন্ত শোকাহত। দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। মর্মান্তিক এই ঘটনার পরপরই সংস্থার সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ান। দুর্ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের নির্দেশে বিশেষ প্রতিনিধি দলও পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারকে সবধরণের সহযোগিতা প্রদান করবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটবাসীর অনেক আশা-আখাঙ্খার প্রতীক। বিশ্বের দর্শনীয় এই স্টেডিয়ামটিতে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।
স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে দুর্ঘটনা সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার বিবৃতি
Wednesday, June 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment