আমাদের সিলেট ডটকম:
শ্রীমঙ্গলে চুরির অপবাদ সইতে না পেরে জুয়েল মিয়া(১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্রীমঙ্গল উপজেলার শহরশ্রী গ্রামের নানা দুদু মিয়ার বাড়ির ঘরের পিছনে কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। সে শ্রীমঙ্গল উপজেলার কামাসীদ গ্রামের আফজল মিয়ার ছেলে।
মৃত জুয়েলের ফুফা আপার কাগাবালা গ্রামের আব্দুল কালাম মিয়া জানান, গত শনিবার বিকাল ৫টায় স্থানীয় পাঁছাউন বাজার থেকে লেবু বাগানের মালিক শহীদ আলী ও তার লোকজন তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে লেবুর চুরির অভিযোগে ইউনিয়ন অফিসে নিয়ে মারধর করে। সন্ধ্যার সময় সে বাড়িতে আসে। সন্ধ্যার পর সে বাড়ির ঘরের পিছনের কাঁঠাল গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি বাড়ির লোকজন দেখে, সাথে সাথে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
Sunday, June 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment