আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে দলের ভিত্তি মজবুত করতে হবে। নতুন করে ওয়ার্ড ইউনিয়ন কমিটি গঠন করে দ্র্বততম সময়ে উপজেলা সম্মেলন সম্পন্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে আমাদের সকলকে একযোগে সোচ্চার হয়ে কাজ করতে হবে। মিসবাহ সিরাজ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। সাংবিধানিক ধারা অৰুন্ন রেখে দেশে সি’তিশীল গণতান্ত্রিক রাজনৈতিক অবস’া বজায় রেখেছেন। আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীকে সরকারের সফলতা প্রচারের পাশাপশি ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র আর চক্রান্তের বির্বদ্ধে র্বখে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শণিবার সকালে অনুষ্ঠিত সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মিসবাহ উদ্দিন সিরাজ উপরোক্ত কথাগুলো বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বিভিন্ন উপজেলা থেকে সাংগঠনিক রিপোর্ট পেশ ও আলোচনায় অংশ নেন গোলাপগঞ্জের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, বালাগঞ্জের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, কানাইঘাটের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, বিশ্বনাথের সাধারণ সম্পাদক বাবুল আখতার, দৰিণ সুরমার সভাপতি সায়ফুল আলম, জৈন্তাপুরের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান দৌলা, জকিগঞ্জের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম হায়দার, ওসমানীনগরের সভাপতি কবির উদ্দিন আহমদ, বিয়ানীবাজারের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সদরের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ফেঞ্চুগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, কোম্পানীগঞ্জের সভাপতি আলী আমজদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক র্ববি ফাতেমা ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখর্বল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন জেলা সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, আনম শফিকুল হক, সৈয়দা জেবুন্নেছা হক, এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, অধ্যৰ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, এডভোকেট খোকন কুমার দত্ত, সাইফুল আলম র্বহেল, হাজী রইছ আলী, এডভোকেট মাহফুজুর রহমান, হাজী ফার্বক আহমদ, সৈয়দ এপতার হোসেন পিয়ার, নাজনীন হোসেন, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, এডভোকেট রঞ্জিত সরকার, কবির উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, লোকমান উদ্দিন চৌধুরী, নুর্বল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আব্দুলৱাহ, এডভোকেট বদর্বল ইসলাম জাহাঙ্গীর, এ. আর সেলিম, হাজী মইনুল ইসলাম, শহিদুর রহমান শাহীন, আসমা কামরান, সামসুন্নাহার মিনু, এডভোকেট আজমল আলী, শাহাদাৎ রহিম চৌধুরী, শওকত আলী, অধ্যৰ সিরাজুল ইসলাম, মোস্তাক আহমদ, আব্দুল মালিক মালই, এম. এ. জি বাবর, আব্দুল আহাদ, নাসিম আহমদ, আবু জাফর মোঃ রায়হান প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুর্ব হওয়া বর্ধিত সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারবর্গ, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ, জাতীয় নেতৃবৃন্দ সহ পরলোক গমণকারী নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয় ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বর্ধিত সভা শেষে জেলা কার্যকরী কমিটির সভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা সম্মেলন আয়োজন এবং উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য পৃথক ১৩টি সাংগঠনিক টিম গঠন করা হয়।
দলের ভিত্তি মজবুত করতে হবে -মিসবাহ সিরাজ
Saturday, June 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment