বিশ্বনাথের মাহতাবপুরে মৎস্য আড়ৎ দখল নিয়ে দু’পৰের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধ শতাধিক দোকানপাঠ ও বাড়ি-ঘরে হামলা

Sunday, June 15, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে মৎস্য আড়ৎ দখলকে কেন্দ্র করে দু’পৰের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর বাজারের সভাপতি আব্দুল মন্নান ও ইউপি সদস্য হেলাল উদ্দিন গংদের মধ্যে এ ঘটনাটি ঘটছে। এতে মহিলাসহ উভয় পৰের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এসময় বাজারের দোকানপাঠ ও বাড়ি-ঘরে হামলা-লুটপাঠের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে প্রায় দেড় ঘন্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় উভয় পৰের লোকজন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের কথা স্বীকার করলেও ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

আব্দুল মন্নান পৰের আহতরা হলেন- রহম আলী (২০), কাদির মিয়া (৩০), ছাব্বির মিয়া (২২), জয়দন আলী (২৫), র্বহেল মিয়া (১৮), ফরিদ মিয়া (২৬), মুক্তার আলী (২৭), মহব্বত আলী (৪৫), বশির মিয়া (৩৫), রজব আলী (২৭), জুয়েল মিয়া (১৮), আনোয়ার মিয়া (৩৫), মনোয়ারা বেগম (২৪)। হেলাল উদ্দিন পৰের আহতরা হলেন- ইদ্রিস আলী ইমানী (৫৫), ফজল উদ্দিন (৪০), জুবায়ের মিয়া (৩০), নুর আহমদ (৩০), সুর্বজ আলী (২৫), র্বপা মিয়া (৫০), আমর্বজ আলী (২৫), ছয়দুল হক (২৫), খায়র্বল হক (২৬) ও হায়দর আলী (২৮)। বাকি আহতদের নাম জানা যায়নি। গুর্বতর আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স’ানীয় সূত্রে জানা গেছে, মাহতাবপুর মৎস্য আড়ৎ-এ আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে হেলাল উদ্দিন ও আব্দুল মন্নান গংদের মধ্যে বিরোধ চলে আসছে। এনিয়ে বাজারে ‘মাহতাবপুর মৎস্য আড়ৎ ও ৰুদ্র ব্যবসায়ী বহুমূখী সমিতি নামে পাল্টাপাল্টি দু’টি কমিটিও রয়েছে। মাহতাবপুর মৎস্য আড়ৎ ও ৰুদ্র ব্যবসায়ী বহুমূখী সমিতি (নিবন্ধিন নং-৩৪) কমিটির নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য হেলাল উদ্দিন এবং ৩৬ নং নিবন্ধিত কমিটির নেতৃত্ব দিচ্ছেন আব্দুল মন্নান ও সামছুল ইসলাম। এই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে আসলে গতকাল রবিবার সকালে উভয় পৰ বিশ্বনাথ থানায় সাধারন ডায়েরী করেন। এরপর বিকেল সাড়ে ৫টায় উভয় পৰের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের রক্তৰয়ী সংঘর্ষের আশংকা করছেন স’ানীয়রা।

এ ব্যাপারে মাহতাবপুর মৎস্য আড়ৎ ও ৰুদ্র ব্যবসায়ী বহুমূখী সমিতি’র (নিবন্ধন-৩৬) বলেন, আমরা ২০০২ সালের ১ ডিসেম্বর থেকে সরকারীভাবে নিবন্ধন প্রাপ্ত হয়ে বাজারে ব্যবসা করে আসছি। কিন্ত দীর্ঘ দিন ধরে বাজারটি দখলের পায়তারা করে আসছে হেলাল উদ্দিন গংরা। আজ (রবিবার) বিকেলে আমরা ব্যবসা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় হেলাল উদ্দিন, ওয়াতিউর রহমান আতিক, ইদ্রিস আলী, ইজ্জত আলীর নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে বাজার ও আশপাশ বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় এবং কয়েকটি দোকান লুটপাট করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, বাজার নিয়ে সংঘর্ষের বিষয়টি সঠিক নয়। তিনি বলেন, সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুলৱাহ’র নেতৃত্বে বাজারে আধিপত্য বিস্তার করতে দোকানপাঠে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে। একপর্যায়ে তারা গ্রামের বাড়ি-ঘরে হামলা করে ভাংচুর করতে থাকলে আমরা তাদের প্রতিহত করার চেষ্ঠা করি। তাদের অতর্কিত হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মোঘলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুলৱাহ বলেন, মাহতাবপুর বাজার নিয়ে দু’টি পৰের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঐ বিরোধটি নিস্পত্তি করে দিতে লোকজন আমার কাছে আসলে আমি অনেক চেষ্টা করেও বিষয়টি নিস্পত্তি করতে ব্যর্থ হই। সংর্ঘের সময় আমি সিলেট শহরে অবস্থান করছিলাম। আমরা বির্বদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, আমরা শান্তির পৰে। বাজার ও বাড়ি-ঘরে অতর্কিত হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ৰোভ প্রকাশ করেন এবং এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রশাসনের হস্তৰেপ কামনা করেন।

বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে আনা হয়। এঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License