সিলেটে আরও ৫টির হালনাগাদ শুরু ৩ উপজেলায় ভোটার কার্যক্রম শেষ হয়নি

Sunday, June 15, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেটে রবিবার থেকে ৫ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- সিলেটের কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ। এছাড়া প্রথম দফার হালনাগাদ কার্যক্রমের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার কাজই শুধু হয়েছে। এই উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৩৮৩৭ জন। পূর্বের ভোটার সংখ্যা ৬৩ হাজার ৪৩৮জন। সময় বাড়ানোর পরও কাজ শেষ হয়নি প্রথম দফার ৩ উপজেলায়।

সিলেট জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম জানান, ১৫ মে প্রথম দফায় সিলেটের ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি ৩টি উপজেলার কার্যক্রম এখনো শেষ হয়নি। নির্ধারিত মেয়াদে হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম। তিনি বলেন, যে উপজেলায় ভোটার কম, সেখানে ইউনিয়নের সংখ্যাও কম। এর ফলে সেখানে দ্রুত কাজ শেষ হয়েছে। প্রথম দফার কার্যক্রমের যে তিনটি উপজেলা এখনো রয়ে গেছে সেগুলো সপ্তাহ খানেকের মধ্যে শেষ হবে বলে তিনি জানিয়েছেন।

আজিজুল ইসলাম বলেন, দ্বিতীয় দফার হালনাগদ কার্যক্রম রবিবার থেকে সিলেটের ৫ উপজেলায় শুরু হয়েছে। আগামী ১০ দিন এই কার্যক্রম চলবে। তিনি জানান, এই কার্যক্রমে ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। আর নিবন্ধন শুর্ব চলবে ১৮ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় দফায় সিলেটের সদর, বিয়ানীবাজার, বিশ্বনাথ উপজেলার তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে ১ থেকে ১০ সেপ্টেম্বর আর নিবন্ধন চলবে ১৮ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে সারা দেশে ১৫ মে হালনাগাদ কার্যক্রম শুর্ব করে নির্বাচন কমিশন। ৩ দফার কার্যক্রমের দ্বিতীয় দফা আজ শুর্ব হয়েছে। সর্বশেষ ২০১২ সালে ভোটার তালিকা হালনাগদ হয়েছিল। ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা এর পূর্বে যাদের জন্ম তারা এবারের হালনাগাদের কার্যক্রমে ভোটার হতে পারবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License