আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে আগামী সোমবার সিলেটে আধাবেলা হরতাল আহবান করেছে জামায়াত। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে। পাশাপাশি, তার মুক্তির দাবীতে আগামীকাল রোববার জেলা ও মহানগরীর সকল থানায় বিৰোভ কর্মসূচি পালিত হবে।
সিলেট মহানগর জামায়াতের প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জামায়াত নেতা ফখরুল ইসলামকে। যে সব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা হয়েছে সে সবের কোন অভিযোগেই ফখরুল ইসলামের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করা যাবেনা। সিলেট জেলা ও মহানগর জামায়াত অবিলম্বে তার মুক্তির দাবী জানাচ্ছে। অন্যথায় হরতালের পর লাগাতার কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত: সিলেটের শাহপরাণ থানা পুলিশ আজ শনিবার বিকেল ৩টার দিকে নগরীর শিবগঞ্জস্থ বাসা থেকে জামায়াত নেতা ফখরুল ইসলামকে গ্রেফতার করে। তিনি ৬টি মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী বলে পুলিশ জানিয়েছে।
জামায়াত নেতা ফখরুল গ্রেফতারের প্রতিবাদ সোমবার সিলেটে আধা-বেলা হরতাল
Saturday, June 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment