ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ গুলি বিনিময় : আহত ১৫

Thursday, June 19, 2014

আমাদের সিলেট ডটকম:

ওসমানীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনায় উভয় পৰের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে থানার সাদীপুর ইউনিয়নের মোস্তফাপুর ও তাজপুর গ্রামবাসীর মধ্যে সংর্ষর ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপালৱার যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হন। তবে সংঘর্ষে গুলাগুলির ঘটনাটি পুলিশ অস্বীকার করলেও প্রত্যাক্ষদর্শীসহ অনেকেই জানিয়েছেন মোস্তফাপুর গ্রামবাসীর পক্ষে আব্দুল মালিক ও আব্দুর রশিদ বন্দুক ও অবৈধ পিস্তল দিয়ে অপর পক্ষকে লক্ষ্য করে গুলি বর্ষন করতে শুরু করলে ঘটনাস’লসহ পাশ্ববর্তী এলাকায় আতংঙ্ক ছড়িয়ে পরে। খরব পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিসি’তি নিয়ন্ত্রনে আনলেও উভয় পৰের মধ্যে টান-টান উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতরা হচ্ছে সাইস্তা মিয়া (২০),সিচতী (১৮),আলাউদ্দিন (৩৫),জর্ব মেম্বার (৭৫),আব্দুর রশিদ(৭০)জিয়াউল(২৫),বাবুল(৩০),সেলিম(৪০),আব্দুর র্বপ(৩২),বাবলু(২৫),সাবলু (১৯),রাসেল(১৭)ছাড়া অনান্য আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাইস্তা মিয়ার অবস্থা আশংঙ্কাজনক রয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদীপুর ইউপির লামতাজপুর গ্রামের আব্দুল মতিনের সাথে পার্শ্ববর্তী মোস্তফাপুর গ্রামের আলী হোসেনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে দেন। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে মোস্তফাপুর গ্রামবাসী লোকজন ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মাহাসড়কের শেরপুর টেৱাল পৱাজা এলাকায় এসে তাজপুর গ্রামের লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ শুর্ব করলে উভয় পৰের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হন। সংঘর্ষকারীদের ইটপাটকেলে শেরপুর টোল আদায়ের কার্যালয়ের ব্যাপক ক্ষতি সাধিত হয় এবং ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে উভয় পক্ষে থানায় মামলা দায়েরে প্রস’তি চলছে।

এ রিপোট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি জুবের আহমদ জানান সংঘর্ষে গুলি বিনিময়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির কোন আলামত পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস’লে পুলিশ মোতায়েন করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License