বিশ্বনাথে গাড়ি চালক স্বপন হত্যার ১৫ দিন পর ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে অটোরিক্সা উদ্ধার ॥ আটক ২

Thursday, June 19, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে অটোরিক্সা চালক স্বপন জাহাঙ্গীর হত্যার ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে নিহতের অটোরিক্সাটি (১১-৭৫১৫) উদ্ধার করা হয়েছে। এসময় নবীনগর থানা পুলিশ ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে বিশ্বনাথ উপজেলার বাহ্মনপুর গ্রামের ইছমত আলীর ছেলে সাব্বির আহমদ (২২) ও পুরানগাঁও গ্রামের মৃত কলিম উলল্লাহর ছেলে নজরুল ইসলাম (২৮)। ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন-) গৌর চন্দ্র মজুমদার বলেন, আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ৪ জুন সন্ধ্যায় সিলেট শহরের আম্বরখানা থেকে বিশ্বনাথ যাবার কথা বলে যাত্রীবেশী ৪ লোক অটোরিক্সা চালক স্বপন জাহাঙ্গিরের গাড়ি ভাড়া করে এবং দূষ্কৃতকারীরা স্বপন জাহাঙ্গীরকে খুন করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরদিন সকালে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর তীরে টুকেরকান্দি নামক স’ান থেকে স্বপন জাহাঙ্গিরের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License