আমাদের সিলেট ডটকম:
ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম ইব্রাহিম মৃধা। সে শাবির নিরাপত্তাকর্মী জিন্নাত মৃধার ছেলে। শহরতলীর দুসকি গ্রামের একটি ডাকাতির মামলায় ইব্রাহিমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইব্রাহিমের বিরুদ্ধে মোবাইল চুরিরও অভিযোগ রয়েছে। কিছু দিন আগে একটি চুরির ঘটনায় তাকে দোররা দেয়া হয় বলে জানা গেছে।
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিতকালে ভোররাতে ইব্রাহিম নামের একজনকে আটক করা হয়েছে। দুসকি গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাবির প্রধান ফটক থেকে ছিনতাইকারী গ্রেফতার
Tuesday, June 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment