সিলেটে মাদক মামলায় দুই সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন

Thursday, June 19, 2014

আমাদের সিলেট ডটকম:

মাদক মামলায় সিলেটে দুই সহোদরসহ তিন মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। সিলেটের জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার মামলার এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- জকিগঞ্জ থানার রাখরশাল গ্রামের খকই মিয়ার পুত্র মোঃ সেলিম আহমদ (২২),তার বড় ভাই মোঃ আব্দুল মান্নান (৩৯) ও একই থানার আলমনগর পীরেরচক গ্রামের মোঃ ইউনুস আলীর পুত্র জুনেদ আহমদ (২১)। রায় প্রদানকালে আসামীরা আদালতের কাঠগড়ায় উপসি’ত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুন সকাল পৌনে ৯ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার বারহাল এলাকার শাহবাজ বাসস্টেশন বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সেলিম, আব্দুল মান্নান ও জুনেদ আহমদকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকৃত সিলভার কালারের প্রাইভেট কার (নং চট্রমেট্রো-গ-১১-০৮৬৪) এর পিছনের ভ্যান থেকে ২টি বস-ায় রক্ষিত ২শ’১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে র‌্যাব-৯’র এসআই মোঃ দুলাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নং- ৯ (১০-০৬-১৪)। দীর্ঘ তদন- শেষে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমদ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই বছরের ২৫ অক্টোবর থেকে আদালতে এ মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানী ও ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী সেলিম আহমদ, আব্দুল মান্নান ও জুনেদ আহমদকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিলের ক্রমিক নং ৩ (খ) ধারায় দোষী সাব্যস- করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও এডিশনাল পিপি এডভোকেট সামছুল ইসলাম এবং আসামীপক্ষে এডভোকেট ফরিদ আহমদ ও আয়শা বেগম মামলাটি পরিচালনা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License