কাজিরবাজার ব্রিজের দৰিণ-পশ্চিম দিকে সংযোগ সড়কের দাবীতে এলাকাবাসীর আলোচনা সভা

Saturday, August 9, 2014

আমাদের সিলেট ডটকম:

নির্মাণাধীন কাজিরবাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিম দিকে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে এবং মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুষ্ঠান সফলের লৰ্যে বৃহত্তর বরইকান্দি, ২৫ ও ২৬নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টায় স্থানীয় হাবিব হোসেন কমপ্লেক্সে এক আলোচনা ও প্রস’তি সভা অনুষ্ঠিত হয়।

বরইকান্দি এলাকার বিশিষ্ট মুরব্বী অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ খালেদ জুবায়ের এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, চারলেন বিশিষ্ট কাজির বাজার ব্রিজটি অত্র এলাকার মধ্য দিয়ে নির্মিত হচ্ছে অথচ এই বৃহৎ অঞ্চল যথা বরইকান্দি, ধরাধরপুর, মোলৱারগাঁও, কামালবাজার ইউনিয়ন, ২৫ ও ২৬নং ওয়ার্ড তথা বিশ্বনাথ থানা সহ আরো বেশ কিছু এলাকার জনগণের কথা চিন্তা না করে অত্র এলাকার জন্য যাতায়াতের কোন ব্যবস্থা না রেখে ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। যা অত্র এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছৈ। অত্র এলাকাবাসীর কথা চিন্তা করে ব্রিজের দৰিণ-পশ্চিম দিকে একটি সংযোগ সড়ক নির্মাণ না হলে অত্র এলাকা সমূহ সম্পূর্ণ অন্ধকার এবং ধ্বংস হয়ে যাবে। ব্রিজের দৰিণ-পশ্চিম দিকে একটি সংযৈাগ সড়ক নির্মাণ সময়ের দাবী এবং একটি প্রাণের দাবী। এলাকাবাসী বিশ্বাস করেন মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টিই একমাত্র অত্র এলাকাবাসীকে এই ধ্বংস থেকে রৰা করতে পারে। তাই মাননীয় অর্থমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করার জন্য এলাকাবাসী ব্যাপক প্রস’তি গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন এডভোকেট আব্দুল গফফার, হাজী মতছির আলী, হাজী মখলিছ মিয়া, হাজী দুদু মিয়া, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, আলাউদ্দিন আহমদ, দৌলতুর রহমান মঈন, হাজী আনছার মিয়া, মহসিন আহমদ, শওকত মিয়া মেম্বার, চেরাগ মিয়া, কুতুব উদ্দিন, ইমতিয়াজ মুহাম্মদ ফয়ছল, ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন খোকন, আশিক আহমদ মেম্বার, নামর আলী, মামুনুর রহমান, আজাদ মিয়া, সফিক আহমদ, আব্দুল কাদির ফকি, ফয়েজ আহমদ চৌধুরী, মঈন উদ্দিন, দিলওয়ার হোসেন রানা, তিতুল আহমদ, সুবেল আহমদ, মনির মিয়া, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, জসিম উদ্দিন শিমুল, মাহবুবুর রহমান মান্না, হাফিজ আব্দুল কাইয়ূম জাকি, সেলিম খান, মরম আলী, মতিউর রহমান মাছুম, রাহেল আহমদ, আমির্বল ইসলাম, জাবীর খান মুফতি, সাজ্জাদুর রহমান সাজিদ, আলী হোসেন, সালা উদ্দিন, মকবুল হোসেন মকু, আব্দুল আলী, সুমন আহমদ, আমান আহমদ, মোঃ রেজা, নাসিম আহমদ, নাসির আহমদ, ময়নুল ইসলাম, ইমরান আহমদ, ফয়জুল হক, র্বমেল আহমদ, কামর্বল ইসলাম শুকু, মারজান রশিদ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License