আমাদের সিলেট ডটকম:
ছাতকে মোবাইল চুরির ঘটনায় প্রতিপক্ষের ষাড় গরু আটক নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সদর ইউনিয়নের তীররাই পয়েন্টে। তাৎক্ষনিক গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস’তায় আটক ষাড় ইউপি চেয়ারম্যান আব্দুল লতিব খানের জিম্মায় দেয়া হয়। আগামী বৃহস্পতিবার সালিশ বৈঠকে বিষয়টি নিস্পত্তি হওয়ার কথা রয়েছে। তীররাই গ্রামের কফিল উদ্দিন জানান, গত ২৭জুলাই তার মোবাইল ফোনটি চুরি করে নেয় মানসিনগর গ্রামের ফজল উদ্দিনের পুত্র সৈয়দ। এ নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও মোবাইল ফোনটি সে আর ফেরত দেয়নি। বুধবার সকালে মোবাইল ফেরত দেয়ার দাবী করে মানসিনগর গ্রামের ফজল উদ্দিনের ষাড় গরু আটক করা হয়। এ ঘটনায় ফজল উদ্দিন ষাড় ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে থানায় ৪জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে স’ানীয় চেয়ারম্যান আব্দুল লতিব খান গরু তার জিম্মায় নিয়ে মোবাইল চুরি ও ষাড় আটকের বিষয়টি সালিশ বৈঠকে নিস্পত্তির আশ্বাস দেন।
ছাতকে ষাড় আটকের ঘটনায় চাঞ্চল্য ,ইউপি কার্যালয়ে সালিশ
Friday, August 8, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment