গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় খেয়া নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।
মঙ্গলবার ৫ আগস্ট রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১০/১২ ব্যবসায়ী ও হাটুরে গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে খেয়া নৌকায় সুরমা নদী পাড়ি দিয়ে বাঘা এলাকায় বাড়ি ফিরছিলেন।
খেয়া নৌকায় যাত্রীদের ৪টি মোটর সাইকেলও ছিল বলে পুলিশ জানিয়েছে।
দমকা বাতাসে খেয়ার নৌকাটি ডুবে যায়। তবে সকল যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনাস্থল থেকে জানান।
ওসি জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছে বলে কোন তথ্য পাওয়া যায়নি।
তিনি আরো জানান, খেয়া নৌকায় থাকা মোটর সাইকেলগুলো তলিয়ে গেছে।
No comments:
Post a Comment