আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলির কালাগুল চা বাগানের চা শ্রমিকদের উপর শুক্রবার চা শ্রমিক সংঘের নামধারী সন্ত্রাসীদের হামলাকালে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনার সময় মামল দায়ের করা হয়েছে। মামলায় ভাষান চত্রী, মঙ্গল চাষা, সুজনসহ ১০ জনের নামোলেৱখ করে অজ্ঞাতনামা প্রায় ৩০ জনকে আসামি করা হয়েছে। নগরীর বিমানবন্দর থানায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় এই মামলা দায়ের করা হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান জানান- শুক্রবার কালাগুল চা বাগানে শ্রমিকদের উপর হামলা চলাকালে পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান- হামলায় আহত শ্রমিকদের কাছ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
প্রসঙ্গত- শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগানে কমর্রত শ্রমিকদের উপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপসি’তিতেই শ্রমিক সংঘের নামধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ৩০-৪০ জন শ্রমিক আহত হন। এসময় পুলিশ বহনকারী ৪টি গাড়িও ভাংচুর করে সন্ত্রাসীরা।
কালাগুল চা বাগানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা
Saturday, August 9, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment