আজমিরীগঞ্জে আসামীর হামলায় ৩ পুলিশসহ আহত ৪

Monday, August 4, 2014

আমাদের সিলেট ডটকম:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীর হামলায় তিন পুলিশ ও এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

সোমবার ভোরে রসুলপুর গ্রামে আসামীদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহাদাত হোসেনকে (৪০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশ কনস্টেবল হেলাল মিয়া (৫৭) ও আনিসুর রহমান (৩৩) এবং গ্রাম পুলিশ কামাল মিয়াকে (৪০) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বখত চৌধুরী জানান, রসুলপুর গ্রামের সাত্তার হোসেনের দুই ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও আমির হোসেনের (২৮) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার ভোরে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির একদল সদস্য আসামীদের ধরতে রসুলপুর গ্রামে গেলে দুই আসামী ও তাদের পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালালে তিন পুলিশ ও এক গ্রাম পুলিশ আহত হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License