আমাদের সিলেট ডটকম:
নগরীর বাগবাড়িস্থ পিডিবি’র পুকর থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সিবিএ নেতাদের অনেকে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে মাছ লুন্ঠন বন্ধে কোন পদক্ষেপই নেননি তারা। এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দাখিল করেছেন বিউবো কর্তৃপক্ষ।
জানা গেছে, নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আবাসিক এলাকায় বাউন্ডারীর অভ্যন্তরে অবস্থিত পুকুরটি পিডিবি’র লেক নামে পরিচিত। অতীতে এই পুকুরটি মৎস্য চাষের জন্য ইজারা দেয়া হলেও গত কয়েক বছর ধরে এই ইজারা প্রক্রিয়া বন্ধ আছে। ২০১০ সালে পিডিবির চেয়ারম্যান আলমগীর হোসেনের উপস্থিতিকে এই পুকুরে প্রায় ১৭ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। গত কয়েক বছরে পোনাগুলো বড় হয়ে উঠেছে।
অভিযোগে প্রকাশ, গত ২৬ জুলাই দিনগত রাত সাড়ে ১১টার দিকে আকষ্মিকভাবে বিউবোর কয়েক জন কর্মচারী বহিরাগত লোকজন নিয়ে বাগবাড়ীস্থ পিডিবি আবাসিক এলাকায় ঢুকে পড়ে। তারা বড় টানা জাল ফেলে পুকুর থেকে মাছ ধরা শুরু করে। শুরুতে বিউবোর কয়েক জন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত থাকলেও পরবর্তীতে বিউবো কর্মচারী ইউনিয়ন সিলেট শাখার সভাপতি শুকুর আহমদ, সাধারণ সম্পাদক সুরমান আলীসহ বেশ কয়েক জন সিবিএ নেতা সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতিতেই আগন্তুকরা পুকুওে প্রায় দেড় ঘন্টা মাছ শিকার করে। এরপর কয়েক লাখ টাকা মূল্যেও বিপুল পরিমাণ মাছ তারা একটি পিক আপে তুলে নিয়ে চলে যায়। এ সময় সেখানে উপস্থিত সিবিএ নেতৃবৃন্দ ও বিউবো’র কর্মকর্র্তা-কর্মচারীরা রহস্যজনক নীরব ভূমিকা পালন করেন।
পরদিন ২৭ জুলাই বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় সর্বত্র। ঐ আবাসিক এলাকায় নিরাপত্তার দায়িত্বরত নিরাপত্তা প্রহরী আব্দুল মাজেদ ও মোহাম্মদ আলী বিষয়টি অবহিত করেন বিউবো, সিলেট-এর পরিচালন ও সংরক্ষন সার্কেলের সহকারী পরিচালক (নিরাপত্তা) কে। সহকারী পরিচালক (নিরাপত্তা) ঐ দুই নিরাপত্তা প্রহরীর লিখিত জবানবন্দি গ্রহণ করেন। তারা মাছ চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কারা এ কাজটি করেছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি। ফলে, গত ২৭ জুলাই বিউবো, সিলেট-এর সহকারী পরিচালক (নিরাপত্তা) সিলেট কোতয়ালী থানায় একটি অভিযোগ (এফআইআর) দাখিল করেন।
একটি সূত্র দাবী করেছে, মাছ লুটের ঘটনার সাথে বিউবোর সিবিএ নেতাদের একটি বড় অংশ জড়িত। তবে, এ ঘটনায় সিবিএ নেতাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন বিউবো, সিলেট শাখা সিবিএ সভাপতি শুকুর আহমদ। বিষয়টি জানার জন্য তার সাথে যোগাযোগ করা হলে বলেন, বাগবাড়ীস্থ পিডিবি আবাসিক এলাকার পুকুর থেকে মাছ চুরির খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আমি দেখতে পাই পিডিবি’র লাইন সহকারী জজু মিয়ার ছেলে রুমন তার বেশ কয়েক জন সহযোগীকে নিয়ে জাল টেনে বিপুল পরিমাণ মাছ পুকুর থেকে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়েছে। মাছ নিধনে আসা বহিরাগতরা অস্ত্রধারী হওয়ায় আমরা তাদেরকে আটকাতে পারিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, বিউবো, বাগবাড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির জানান, এ ব্যাপাওে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। তবে, বিউবো কর্তৃপক্ষ কোন ধরনের তদন্তের উদ্যোগ নেননি।
বাগবাড়ীস্থ পিডিবি’র পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ লুট
Sunday, August 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment